কলকাতা: বউবাজার মেট্রো বিপর্যয়ে ভিন্নমত সৌগত রায়ের। মেট্রো কর্তৃপক্ষের পাশে দাঁড়ালেন তৃণমূল সাংসদ। বারবার মেট্রো কর্তৃপক্ষ ভুল করেছে বললে, অফিসারদের মারধর করলে প্রকল্প ধাক্কা খাবে। চাঞ্চল্যকর মন্তব্য তৃণমূল সাংসদের। মেট্রোর লোকজন ইচ্ছা করে করেনি। তবে ঘটনাটা ঘটেছে। কিন্তু আক্রমণ করা উচিত নয়। বউবাজার বিপর্যয়ে মেট্রো কর্তৃপক্ষের পাশে তৃণমূল সাংসদ। 


বউবাজার মেট্রো বিপর্যয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে মদন দত্ত লেনে বিজেপি কাউন্সিলররা। মেট্রোর রুট বদলকেই বিপর্যয়ের জন্য দায়ী করেছেন তাঁরা। এদিন বউবাজারের মদন দত্ত লেনে যান তিন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, মীনাদেবী পুরোহিত ও বিজয় ওঝা। বিজেপির দাবি, এই রুটে বারবার সমস্যা হচ্ছে।তাই ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই রুট বদলের জন্য মেট্রো কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হবে। 


বউবাজার মেট্রো বিপর্যয়ে ক্ষোভের আবহে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত। আজ থেকেই কাউন্সিলরের অফিসে মিলবে দু’ ধরনের ফর্ম। একটি ফর্ম থাকবে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের জন্য। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য আলাদা ফর্ম মিলবে। ফর্ম ফিল আপের পরে সই করাতে হবে পুরসভার প্রতিনিধি ও পুলিশকে দিয়ে। এরপর সেই ফৰ্ম জমা নেবে KMRCL। ৭ দিনের মধ্যে ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের চূড়ান্ত তালিকা তৈরি করবে KMRCL। 


অর্জুনের বিরুদ্ধে তোপ সৌগতর: অর্জুন সিংয়ের নিজস্ব ক্যারিশমা নেই। আগে নরেন্দ্র মোদির সমর্থনে জিতেছিল, এবার তৃণমূলের সমর্থনে জিতবে। ব্যারাকপুরের সাংসদের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দাগলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সম্প্রতি অর্জুন সিং মন্তব্য করেন, ২০১৯-এ তৃণমূলের চোরাস্রোত কাজে লাগিয়েই তিনি লোকসভা ভোটে জিতেছিলেন।


বিজেপির প্রতীকে লোকসভা ভোটে জিতে তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফিরেছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তাঁকে নিয়ে এবার কটাক্ষের সুর শোনা গেল, দলেরই সাংসদ সৌগত রায়ের মুখে। যিনি অর্জুনের পাশের লোকসভা দমদমের সাংসদ। তৃণমূলে ফেরার পর থেকে, স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের সঙ্গে অর্জুনের বিবাদ সামনে এসেছে। এই পরিস্থিতিতে, ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর, বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে, নাম না করে, দলীয় নেতৃত্বের একাংশকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অর্জুন সিং। 


তারপর অর্জুন সিংহকে কটাক্ষে বিদ্ধ করলেন সৌগত রায়।প্রশ্ন তুললেন ব্যারাকপুরের সাংসসদের ক্যারিশমা নিয়েই। সৌগত রায়ের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে ফোন ধরেননি অর্জুন সিংহ।