টি ২০ বিশ্বকাপ ২০২২: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে  জোড়া অর্ধশতরান এবার রাহুল-সূর্যকুমারের(India vs Australia Warm Match in ICC T 20 World Cup 2022)।ইতিমধ্যেই ১৪ বলে ২০ রান করে দীনেশ কার্তিক। পাশাপাশি মাত্র ২ রান করে আউট হয়ে যান, হার্দিক পান্ডিয়া।  ভারত ১২৭ রানে ৪ উইকেট হারায়। ১৩ বলে ১৯ রান করে আউট হয়ে যান বিরাট কোহলি। ৩২ বলে অর্ধশতরান করে সূর্যকুমার।






জোড়া অর্ধশতরান এবার রাহুল-সূর্যকুমারের


প্রসঙ্গত,  ৩২ বলে অর্ধশতরান করে সূর্যকুমার। ভারত ৮০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার।৩২ বলে অর্ধশতরান করে সূর্যকুমার। তবে অর্ধশতরান করেই আউট হয়ে যান তিনি। ৯ ওবার শেষে টিম ইন্ডিয়ার স্কোর দাড়ায় ২ উইকেটে ৮২।  ১০ ওভারেও ২ উইকেটে ভারতের স্কোর ৮৯ রান। তবে ১১ তম ওভারে পট পরিবর্তন হয়। ভারত ১০০ রান পার করে। এরপর ১২.২ ওভারে মিচেল স্টার্কের বলে চার তোলেন বিরাট কোহলি। এর পর একটি ছক্কা হাঁকানও তিনি। ১৩ বলে ১৯ রান তুলে মাঠ ছাড়েন বিরাট কোহলি। ভারত ১২২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া।


আরও পড়ুন, বিশ্বকাপের শুরুতেই অঘটন, জয় বাংলার, এটিকে মোহনবাগানের, সারাদিনের খেলার খবরের এক ঝলক


২০ ওভারে ৭ উইকেটে ১৮৬ রান গড়ল ভারত


১৩ ওভার পার করতেই টিম ইন্ডিয়ার স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১২৫। ১৩.৪ ওভারে কেন রিচার্ডসনের বলে ডেভিডের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। স্লো বাউন্সারে আপার কাট করতে গিয়ে, শর্ট থার্ডম্যান ফিল্টারের হাতে ক্যাচ দিয়ে ফেলেন তিনি। মাত্র ৫ বলে ২ রান করেন। ভারত ১২৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীনেশ কার্তিক। ১৫ তম ওভারে অ্যাস্টন এগরের বলে ছয় তোলেন দীনেশ কার্তিক। ১৫ ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৩৮ রানে। ২০ ওভারে ৭ উইকেটে ১৮৬ রান গড়ল ভারত।