বিটন চক্রবর্তী, পাঁশকুড়া: পাঁশকুড়ায় (Panskura) দশাং সমবায় সমিতির ভোটে তৃণমূলের (Trinamool Congress) নিরঙ্কুশ জয়। ৫২টির মধ্যে ৪৩টি আসন পেল তৃণমূল। এরইমধ্যে, তৃণমূল-বিজেপির (Trinamool-BJP) বচসা, স্লোগানে, দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পাঁশকুড়া।
তৃণমূলের নিরঙ্কুশ জয়: গত সপ্তাহে নন্দকুমারে সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হয়, বাম-বিজেপি সমর্থিত ঐক্যমঞ্চ। ৬৩ আসনের একটিতেও জিততে পারেনি তৃণমূল সমর্থিত প্রার্থীরা। এক সপ্তাহের মাথায়, শাসক শিবিরে, কিছুটা হলেও দুঃখ মোচন। পাঁশকুড়ার দশাং সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল। মোট ৫২টি আসনের মধ্যে, তৃণমূল পেয়েছে ৪৩টি, বিজেপির ঝুলিতে গেছে ৬টি, CPM-এর হাতে ২টি এবং একটি আসন পেয়েছে নির্দল। তবে, মঙ্গলবার, নির্বাচনের দিন, দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পাঁশকুড়া। তৃণমূল-বিজেপির দুপক্ষের মধ্যে বচসা, স্লোগান, পাল্টা স্লোগান। বিজেপির অভিযোগ, বহিরাগতদের এনে, অশান্তি বাঁধিয়েছে তৃণমূল।বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, তাঁদের কর্মীদের লক্ষ্য করে, ঢিল ছুঁড়েছে বিজেপি।
পাঁশকুড়ার বিজেপি নেতা সমীরণ দুয়ারি বলেন, “তৃণমূলর একচেটিয়া রাজনীতির জয়জয়কার। বিজেপির রেজাল্ট অনেক ভাল হয়েছে। সন্ত্রাসের কারণে তো প্রার্থীই দিতে পারিনি। সমানে সমানে লড়াই করেছি।’’পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় বলেন, “বিজেপি অশান্তি বাঁধানোর চেষ্টা করছে। আমাদের নেতা-ক্মীদের ওপর ঢিল ছুঁড়ছে। আমরা কোনও প্ররোচায় পা দিই নি। আমরাও বিরোধী দল করেছি। আমরা আজ বাঁচিয়েছি। বিজেপি মিথ্যাচার করছে।’’এর আগে, বুধবার, পাঁশকুড়ার রাতুলিয়া সমবায় সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় তৃণমূল।৯টি আসনের সবকটিতেই জেতে শাসকদলের প্রতিনিধিরা। বামেরা ৯টি এবং বিজেপি ৬টি আসনে প্রার্থী দিলেও, শূন্য হাতে ফিরতে হয় তাদের।
দিনকয়েক আগে তমলুকের ডিমারি ত্রিশক্তি সমবায় কৃষি উন্নয়ন পরিচালন সমিতির ভোট ঘিরে উত্তেজনা ছড়ায়। ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে বিজেপির ক্যাম্প অফিস তৈরির অভিযোগ ঘিরে পুলিশের সঙ্গে বচসায় জড়ান তৃণমূল কর্মীরা। পুলিশকে বলা সত্ত্বেও তারা ব্যবস্থা নেয়নি বলে দাবি তৃণমূলের। পুলিশ গিয়ে দু’ পক্ষকেই সরিয়ে দেয়। বন্ধ করে দেওয়া হয় বিজেপির ক্যাম্প অফিস। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল ইচ্ছাকৃতভাবে ঝগড়া বাধানোর চেষ্টা করছে। পাল্টা বিজেপির বিরুদ্ধেই অশান্তি সৃষ্টির অভিযোগ তুলেছে শাসকদল। তমলুকের ডিমারি ত্রিশক্তি সমবায় কৃষি উন্নয়ন পরিচালন সমিতিতে মোট আসন ৬৮।
আরও পড়ুন: Akhil Giri: অখিলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত এসসি-এসটি কমিশনের