কলকাতা: রাষ্ট্রপতিকে (President) কুমন্তব্য, অখিলের (Akhil Giri) বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত এসসি-এসটি কমিশনের (SC-ST Commission)। ‘শাস্তিযোগ্য অপরাধ, ভারসাম্যহীন মন্তব্যের জন্য দল থেকে বহিষ্কার করা উচিত’। কারাগার প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত এসসি-এসটি কমিশনের। 


কড়া পদক্ষেপের ইঙ্গিত: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে বেলাগাম রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। যা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে বসলেন তিনি। অখিল গিরি বলেন, "বলে, দেখতে ভাল নয়। হ্যাঁ, কী রূপসী। দেখতে ভাল। হ্যাঁ, আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা।'' এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জাতীয় এসসি-এসটি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার বলেন, "এটা শাস্তিযোগ্য অপরাধ। এই দলে যিনি নেতৃত্ব দিচ্ছেন, তাঁর কাছে অনুরোধ এই ধরনের ভারসাম্যহীন মানুষকে যত তাড়াতাড়ি দল থেকে বহিষ্কার করতে পারেন, ততই দলের মঙ্গল। প্রয়োজনে সুয়ো-মোটো অ্যাকশন হবে। আমাদের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। তা খতিয়ে দেখে রাজ্য সরকারকে এবং ব্যক্তিগতভাবে অখিল গিরিকে নোটিস দেওয়া হবে। সেই নোটিসের উত্তর না পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"


 



চাপের মুখে পড়ে শনিবার অবশ্য সুর বদল করেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী। সাফাই দিয়ে তিনি বলেন, "আমি রাষ্ট্রপতিকে, ‘রাষ্ট্রপতি’ এই কথাটা উচ্চারণ করেছি ঠিকই। কিন্তু রাষ্ট্রপতিকে আমি ব্যক্তিগতভাবে, রাষ্ট্রপতিকে কোনও অসম্মান করতে চাইনি। ওনাকে রেসপেক্ট করি, এখনও বলছি, ওনাকে রেসপেক্ট করি, ওনার চেয়ারকে সম্মান করি। ভারতবর্ষের সংবিধানের প্রধান, তাঁর প্রতি আমরা আস্থাশীল। কিন্তু শুভেন্দু অধিকারী আমাকে নিয়ে গত তিনমাস ধরে যেভাবে কটূক্তি করেছেন, ব্যক্তি আক্রমণ করেছেন, ব্যক্তি আক্রমণ করুন, কিন্তু আমি দেখতে কেমন, এই কথাটা যখন তিনি প্রকাশ্যে বলছেন, আমি তিনমাস ওয়েট করেছি। উনি বলছেন, বলছেন, কিন্তু একথা বলার জন্য, আমি তুলনামূলকভাবে উপমা দিতে গিয়ে রাষ্ট্রপতির কথাটা আমার বেরিয়ে এসেছে।'' অখিল গিরির এই মন্তব্যের জন্য অখিল গিরির হয়ে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "অখিলকে দল সাবধান করে দিয়েছে। আমি রাষ্ট্রপতিকে সম্মান করি, শ্রদ্ধা করি, হাইলি রেসপেক্টেড, তাঁর সম্পর্কে অখিলের মন্তব্য করা ঠিক হয়নি, পার্টি থেকে সাবধান করা হয়েছে। আমি খুব পছন্দ করি।''


আরও পড়ুন: Mamata Banerjee: "প্রাপ্য টাকা দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে,'' কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর