প্রসেনজিৎ সাহা, আগরতলা:  কুণাল ঘোষের (Kunal Ghosh) বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল ত্রিপুরা পুলিশ (Tripura Police)। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ তোলা হয়েছে। ত্রিপুরায় পুরভোটের প্রচারে কুণাল ঘোষের বিরুদ্ধে সীতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে ত্রিপুরার পাঁচটি থানা একযোগে কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে। ওই ঘটনায় পাঁচটি পৃথক মামলায় পাঁচটি আদালতে চার্জশিট জমা করেছে ত্রিপুরা পুলিশ। এর মধ্যে একটি চার্জশিটের ভিত্তিতে কুণাল ঘোষকে ৩০মে অমরপুর আদালতে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছে।


গতবছরের একটি ভাষণ নিয়ে মামলা


এই নিয়ে যোগাযোগ করলে এবিপি আনন্দ-কে দেওয়া সাক্ষাৎকারে কুণাল বলেন, "ত্রিপুরা পুলিশ আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অকারণ হয়রান করার প্রচেষ্টা। তার কারণ যে বিষয়ে মামলা দেওয়া হয়েছে, ইতিমধ্যেই ১২ নভেম্বর ২০২১ নোটিসে সাড়া দিয়ে পুলিশের সঙ্গে দেখা করে বুঝিয়ে এসেছিলাম। দেখুন আমি নিজে হিন্দু ঘরের ছেলে। সব ধর্মকে সম্মান করি। কোনও ধর্মকে আঘাত করার উদ্দেশ্যই নেই। কিন্তু জয় শ্রীরাম স্লোগানটিকে যেখাে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে, আমি সেখানে মা সীতার অপমান, ওই ভাবে চলে যআওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলাম। সেটিকে বিকৃত করে মামলা দিয়েছে। পুলিশ যখন জানতে চেয়েছিল, রামায়ণের গবেষণা গ্রন্থ নিয়ে বুঝিয়ে দিয়ে এসেছিলাম। তার পরেও চার্জশিট দিয়েছেন। মহামান্য আদালতের সমন পেয়েছি। ৩০ মে উপস্থিত হতে বলা হয়েছে। সব ঠিক থাকলে অবশ্যই উপস্থিত থাকব।"


আরও পড়ুন: Jalpaiguri News : নির্যাতনের অভিযোগ, আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল বিধায়কের পুত্রবধূ


কুণালের বিরুদ্ধে এই চার্জশিট প্রসঙ্গে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "হিন্দু দেবদেবীদের নিয়ে অবমাননাকর কথা বলেছেন কুণাল ঘোষ। তাই স্থানীয়রা মিলে অভিযোগ জানিয়েছেন পুলিশের কাছে। তাতেই সমন পাঠানো হয়েছে। এখন ভাল করে ঘুরে আসুন ত্রিপুরা থেকে। বিজেপি ভগবান শ্রীরাম চন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম, শ্রেষ্ঠ শাসক, শ্রেষ্ঠ রাষ্ট্রপুরুষ হিসেবে ভাবেতাই জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। ধর্মীয় ভাব থেকে অনেকে সিয়ারামও বলেন। বিজেপি নিজের আদর্শবোধ থেকে জয় শ্রীরাম বলে। তাতে যদি কারও গাত্রদাহ হয়, তাঁরা বাংলাদেশের স্লোগান দিতে পারেন। আমাদের কোনও আপত্তি নেই। আমরা জয় শ্রীরামই বলব।"


কুণালের কড়া শাস্তির দাবি বিজেপি-র


গত বছর অক্টোবর মাসে ত্রিপুরায় দলের হয়ে প্রচারে গিয়ে কুণাল রামচন্দ্রের শাসনকাল নিয়ে প্রশ্ন তোলেন। তৃণমূলের একটি সভায় দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে দেন, অযোধ্যায় রাম সিংহাসনে বসলেও, রানির আসনে সীতা কেন অনুপস্থিত ছিলেন?কেন অন্তঃসত্ত্বা অবস্থায় সীতাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়? কেন লব-কুশকে জঙ্গলে জন্ম নিতে হয় এবং কেন সীতাকে শেষমেশ পাতাল প্রবেশ করতে হয়। রামরাজ্যের সঙ্গে বিজেপি শাসনের তুলনা টেনে মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন কুণাল। সেইসময়ই বিষয়টি নিয়ে সরব হয় বিজেপি। কুণালের কড়া শাস্তির দাবি তোলে তারা।