অরিন্দম সেন, আলিপুরদুয়ার: আলুর গাড়ি আটকে রাখার অভিযোগে অসম-বাংলা সীমান্তে (Assam-Bangla border) জাতীয় সড়ক অবরোধ করলেন ভিন রাজ্য থেকে আলু নিয়ে আসা গাড়ি চালকরা। তাঁদের অভিযোগ,কোনও কারণ ছাড়াই গত প্রায় ৪-৫ দিন ধরে অসমে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না গাড়িগুলিকে । এই অভিযোগ জানিয়ে বাধ্য হয়েই অবরোধে সামিল হ গাড়িগুলি চালকরা। প্রায় ঘণ্টা দুয়েক পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। অন্য রাজ্যের গাড়ির নথিপত্র পরীক্ষা করার পরই সেগুলি ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে। 


স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলা সহ ভিন রাজ্যের আলু বোঝাই গাড়ি চালকদের আটকে দেওয়া হচ্ছে সীমান্তে। ফলে বাংলা হয়ে অসম সহ উত্তর-পূর্বে আলু বোঝাই গাড়ি যাতায়ত বন্ধ রয়েছে প্রায় দিন পাঁচেক ধরে। এই অভিযোগে অসমগামী ফোর-লেন জাতীয় সড়ক আটকে অবরোধ-বিক্ষোভে সামিল হলেন ভিন রাজ্যের গাড়ি চালকরা। 


প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার আলু ভিন রাজ্যে রফতানি বন্ধ রয়েছে। কিন্তু, উত্তর প্রদেশ ও বিহার থেকে উত্তর-পূর্বের রাজ্যে যাওয়ার পথে অসম-বাংলা সীমানায়  বারোবিশার কাছে বাংলার আলুর গাড়ির সঙ্গে ভিন রাজ্য থেকে আসা আলুবোঝাই গাড়িগুলি আটকে রেখেছে জেলা প্রশাসন। কোনও গাড়ি তিন দিন তো কোনও গাড়ি পাঁচদিন ধরে আটকে রয়েছে অসম সীমানার কাছে। 


আলুবোঝাই ওই গাড়ি চালকদের অভিযোগ, কোনও কারণ না দেখিয়েই আটকে রাখা হয়েছে আলুবোঝাই গাড়িগুলি। এর ফলে ইতিমধ্যেই পচতে শুরু করেছে গাড়িতে থাকা আলু। অনেকেই ঋণ করে গাড়ি ও আলু কিনেছেন। তাঁদের বক্তব্য, এই ক্ষতির দায় কে নেবে? এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিকেলে কিছুক্ষণের জন্য জাতীয় সড়ক অবরোধ করেছিলেন চালকরা। তারপর জেলা প্রশাসনের আধিকারিকরা আলোচনা করে চালকদের জানায় যে শনিবার সকালে আটকে থাকা গাড়িগুলি ছেড়ে দেওয়া হবে। কিন্তু, শনিবার সকালেও গাড়ি না ছাড়ায়, ফের জাতীয় অবরোধ করেন চালকরা। ফলে কয়েক কিলোমিটারজুড়ে  লম্বা লাইন তৈরি হয় গাড়ির। সকাল দশটা থেকে প্রায় দুই ঘণ্টা অবরোধের পর প্রশাসনিক হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ভিন রাজ্যের আলুবোঝাই গাড়ির নথিপত্র পরীক্ষা করার পরই সেগুলি ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানা গেছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।