কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৪-২৫ মরশুম আনুষ্ঠানিকভাবে শুরু হবে ১৩ সেপ্টেম্বর, ২০২৪, যা গত মরশুম শেষ হওয়ার ১৩২ দিন পর শুরু হবে। অর্থাৎ, আইএসএল একাদশতম সিজনের জন্য প্রস্তুত হচ্ছে, এবং ভক্তরা আরেকটি উত্তেজনাপূর্ণ সিজন উপভোগ করতে পারবেন মাস খানেক পর থেকেই।


মোহনবাগান সুপার জায়ান্ট গত সিজনে লিগের সর্বোচ্চ ৪৮ পয়েন্ট সংগ্রহ করে প্রথমবারের মতো লিগ শিল্ড জিতে এ মরশুমে নামছে। অন্যদিকে, মুম্বই সিটি এফসি বর্তমান আইএসএল কাপ বিজয়ী, যারা গত মরশুমের আইএসএল কাপ ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টকে ৩-১ গোলে পরাজিত করে তাদের দ্বিতীয় কাপ শিরোপা অর্জন করেছিল।


আইএসএল শিল্ড এবং আইএসএল কাপ জয়ের জন্য, লিগের দলগুলো আবারও তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবে, যাতে তারা সাফল্য অর্জন করে ইতিহাসে নিজেদের নাম লেখাতে পারে। সব ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে স্পোর্টস ১৮ চ্যানেলে এবং জিও সিনেমায় লাইভ স্ট্রিমিং-এর জন্য উপলব্ধ থাকবে।


এদিকে, ডুরান্ডে ডার্বি আগামী ১৮ আগস্ট। বৃহস্পতিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে চলতি ডুরান্ড কাপের গ্রুপ পর্বে তাদের দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সকে ৬-০-য় হারায় সবুজ-মেরুন বাহিনী। এই বিশাল জয়ের ফলে গোলের ব্যবধানের বিচারে ‘এ’ গ্রুপের শীর্ষে পৌঁছে গিয়েছে তারা। 


অর্থাৎ, আগামী ১৮ অগাস্ট যে ডার্বিতে মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান, সেই ম্যাচই কার্যত হতে চলেছে প্রি কোয়ার্টার ফাইনাল। কলকাতা ডার্বিতে জয়ী দলই এই গ্রুপ থেকে শেষ আটে জায়গা করে নেবে। তবে গোলের ব্যবধানের বিচারে যেহেতু মোহনবাগানই এগিয়ে, তাই এই ম্যাচ ড্র হলে মোহনবাগানই গ্রুপসেরা হিসেবে নক আউট পর্বের দরজা খুলে ফেলবে। 


ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে পাঁচ মিনিটের মধ্যে গোল পেয়ে যান অস্ট্রেলীয় তারকা ফরোয়ার্ড জেসন কামিংস। দশ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান স্কটিশ ডিফেন্ডার টম অ্যালড্রেড। ৩৮ মিনিটের মাথায় দলকে তৃতীয় গোল এনে দেন লিস্টন কোলাসো। বিরতিতে তিন গোলে এগিয়ে ছিল তারা। ৬৫ মিনিটের মাথায় দূরপাল্লার শটে আশিস রাইয়ের অনবদ্য গোলের পর কামিংস তাঁর দ্বিতীয় গোলটি করেন ৭৬তম মিনিটে। সব শেষে স্টপেজ টাইমের প্রথম মিনিটে ছ’নম্বর গোলটি করেন দলের আর এক স্কটিশ তারকা মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট।


পরিবর্ত হিসেবে নেমে গোল পেয়ে খুশি স্টুয়ার্ট বলেন, ''মিনিট ১৫ মাঠে ছিলাম, তাতেই গোল পেয়েছি। যদিও ম্যাচটা জেতাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দলের সতীর্থদের জন্য খুবই খুশি আমি। ছ’গোলে জয় খুবই ভাল ফল। আরও গোল করতে পারতাম আমরা। তবে একসঙ্গে প্রথম ম্যাচ খেলছি। প্রত্যেকেই সত্যিই খুশি।''