Shani Astrology: ছাড়খাড় দাম্পত্যজীবন, রোজগারে তুমুল ডামাডোল...কাদের জন্য শনির প্রভাব এমন মারাত্মক?
রাশির সপ্তম ঘরে শনি অধিষ্ঠিত হলে কী অশান্তি হয়? এই বিষয়ে জ্যোতিষশাস্ত্রে বিশদে ব্যখা রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনির অধিগ্রহণ কুণ্ডলীর এক একটি ঘরে এক একরকম প্রভাব ফেলে। কুণ্ডলীর সপ্তম ঘরে শনির গমন শুভ বলে মনে করা হয় না। কেন? কী কারণে এমনটা মনে করা হয়?
শনি গ্রহের প্রভাব কোনও ব্যক্তির জীবনে গভীর প্রভাব ফেলে, বিশেষ করে যদি শনি কোনও ব্যক্তির কুণ্ডলীর সপ্তম ঘরে থাকে তবে তা শুভ বলে মনে করা হয় না।
কুণ্ডলীর সপ্তম ঘরে শনির উপস্থিতি ওই জাতকের আয়, সম্পত্তি, বয়স, ব্যবসা এবং মন বা আবেগকে প্রভাবিত করে বলে জ্যোতিষ শাস্ত্রে মনে করা হয়।
জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, রাশিফলের সপ্তম ঘরে শনির উপস্থিতি দাম্পত্য জীবনের জন্য শুভ বলে মনে করা হয় না। দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকে। ব্যবসায় লোকসানও হতে পারে।
সপ্তম ঘরে শনির অবস্থান বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটাতে পারে বলে মনে করা হয়। একে অপরের প্রতি স্নেহের অভাবের কারণে স্বামী এবং স্ত্রী শীঘ্রই আলাদা হতে পারেন।
শনি সপ্তম ঘরে থাকার কারণে ব্যক্তির সম্মানেও আঘাত লাগতে পারে। কোনও ক্ষেত্রে বিয়েতে বিলম্ব হয়। যাঁরা বিবাহিত তাঁদের শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভাল থাকে না।
সপ্তম ঘরে শনি যদি দুর্বল থাকে, তাহলে সেই ব্যক্তি আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। সেই জাতকের ক্ষেত্রে বিয়ের পর সংসার টালমাটাল হতে পারে।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -