পূর্ণেন্দু সিংহ, সন্দীপ সমাদ্দার ও রাজা চট্টোপাধ্যায়: আবাস প্রকল্পে দুর্নীতির (Awas Yojona) অভিযোগে বাঁকুড়া ও পুরুলিয়ায় জোড়া বিক্ষোভ। বাঁকুড়ায় (Bankura)  তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। আর পুরুলিয়ায় (Purulia) বিরোধী জোট পরিচালিত পঞ্চায়েতকে কাঠগড়ায় তুলে অফিসে তালা ঝোলাল তৃণমূল।

আবাস প্রকল্পে দুর্নীতির অভিযোগ: প্রধানমন্ত্রী আবাস যোজনায় ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। আর তাকে কেন্দ্র করে পঞ্চায়েত ভোটের আগে জঙ্গলমহল ও উত্তরবঙ্গের তিন জেলায় দেখা গেল বিক্ষোভের ছবি। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে, যাঁদের পাকা বাড়ি আছে, চাকরি আছে, শাসকদল ঘনিষ্ঠ এমন ব্যক্তিদের নাম আবাস তালিকায় তুলেছে। এই অভিযোগ তুলে বাঁকুড়ার ইন্দপুর ব্লক অফিসে বিক্ষোভ দেখায় বিজেপি। এদিন ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় স্থানীয় কয়েকজন গ্রামবাসীকে নিয়ে মিছিল করে ইন্দপুর বিডিও অফিসে ডেপুটেশন দিতে যান। পুলিশ বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি কর্মী সমর্থক ও গ্রামবাসীরা বিডিও অফিসের বাইরে স্লোগান দিতে শুরু করেন। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিও হয়। ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় বলেন, “পশ্চিমবঙ্গ সরকার আবাস যোজনায় তৃণমূল নেতাদের নাম ঢুকিয়ে দিচ্ছে। যোগ্যদের নাম বাদ দিচ্ছে। তৃণমূল নোরা সাধারণ খেটে খাওয়া মানুষের টাকা আত্মসাৎ করছে।’’ ইন্দপুরের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি রেজাউল খান বলেন, “ভাল লাগল আজ ইন্দপুরের সাধারণ মানুষ বিধায়ককে দেখতে পেলেন। যেই যে বিধানসভা ভোটে জিতেছেন তারপর থেকে এলাকায় দেখা যায়নি। মিথ্যে অভিযোগ। তৃণমূল স্বচ্ছতার সঙ্গে চলে।’’ বাঁকুড়ায় যখন শাসকদলের বিরুদ্ধে প্রতিবাদে সরব বিজেপি, প্রতিবেশী জেলা পুরুলিয়ায় তখন, আবাস প্রকল্পে বিরোধীদের কাঠগড়ায় তুলে বিক্ষোভ দেখায় তৃণমূল। পুরুলিয়া ১ নম্বর ব্লকে বাম-কংগ্রেস-নির্দল পরিচালিত মানাড়া গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনায় স্বজন-পোষণের অভিযোগ তুলে সরব হয় রাজ্যের শাসক দল। এমনকি পঞ্চায়েত অফিসে তালাও ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। অন্য়দিকে, আবাস যোজনায় দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলে জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও অফিসে ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপির জেলা সভাপতি।পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিডিও অফিসে ডেপুটেশন দেয় বিজেপি।

আরও পড়ুন: Suvendu Adhikari : ডিসেম্বরের ৩ টি তারিখ কেন উল্লেখ ? ডেডলাইন-ব্য়াখ্যা দিলেন খোদ শুভেন্দু, 'কোর্টের দিন নিয়ে রাজনীতি' পাল্টা কুণালের