বড়জোড়া: সোমবার দোল (Holi) খেলে ৯ জন বন্ধু মিলে স্নান করতে গিয়েছিল দামোদর নদে (Damodar river)। স্নান করার সময় দুই ভাই বছর ১৫-এর সোনু কুমার ও বছর ১৪-র সানি কুমার হঠাৎ জলের তোড়ে ভেসে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তল্লাশি শুরু করেন স্থানীয় বাসিন্দা ও পুলিশ কর্মীরা। পরে বড়জোড়া থানার কৃষ্ণনগরের ঘাট থেকে তাদের দেহ উদ্ধার করে বড়জোড়া থানার পুলিশ। পরে পুলিশকর্মী বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দুই ভাইকেই মৃত বলে ঘোষণা করেন। তাদের মৃতদেহ ময়না তদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ।
পুলিশ সূত্রে খবর, বিহারের বাসিন্দা প্রমোদ চৌরাশিয়া কর্মসূত্রে বড়জোড়া রায় কলোনিতে ভাড়াবাড়িতে থাকেন। এদিন তাঁর দুই ছেলে সোনু ও সানি কুমার বন্ধুদের সঙ্গে রং খেলার পর স্থানীয় দামোদর নদের কৃষ্ণনগরের শ্মশান ঘাটে স্নান করতে যায়। সেখানে কোন ভাবে জলের তোড়ে ডুবে (drowned) যায় দুই ভাই। স্থানীয়রা প্রথমে উদ্ধারকার্যে হাত লাগায়। খবর পেয়ে বড়জোড়া থানার পুলিশ গিয়ে দেহ দুটি উদ্ধার করে। পরে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চৌরাশিয়া পরিবারে।
কালনার জিউধারা এলাকায় রং খেলে একটি দীঘিতে স্নান করতে যায় দুই ভাই। সেখানে পৌঁছে নৌকায় ওঠে তারা। এরপর সবসুদ্ধ জলে তলিয়ে যায় দুই ভাই। জানা গিয়েছে একজনের নবম শ্রেণির ছাত্র, একজন সবে দশম শ্রেণির পরীক্ষা দিয়েছিল। সম্পর্কে তারা মামাতো পিসতুতো ভাই বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রং খেলার পর স্থানীয় একটি বড় দীঘিতে তারা পৌঁছয় ও নৌকায় চাপে। এরপরই তারা তলিয়ে যায়। দু'জনের একজনও সাঁতার জানত না। কালনা হাসপাতালে তাদের নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। সোমবার দুপুরেই কালনা হাসপাতালে মৃতদেহের ময়না তদন্ত হওয়ার কথা ছিল।
অন্যদিকে একই ধরনের দুর্ঘটনায় প্রাণ হারাল ৩ কিশোর। পানিহাটি আশ্রম ঘাটে স্নান করতে নেমে ৩ কিশোর তলিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। গঙ্গায় স্নান করার সময় পূর্ণিমার ভরা কটালের বান এসে যাওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এলাকায় নামে শোকের ছায়া।
আরও পড়ুন: Arjun Singh: বিজেপির টিকিট পেয়েই ১ লক্ষ ভোটে হারানোর হুঙ্কার দিয়েছেন বিজেপি প্রার্থী অর্জুন