RG Kar Case: 'আনুগত্য কিনতে চায় বলেই প্রত্যাখ্যান...' দুর্গাপুজো অনুদান ফেরালো শহরের আরও ২ ক্লাব

Durga Puja Donation: ইতিমধ্যেই রাজ্য সরকারের পুজো অনুদান না নেওয়ার কথা জানিয়েছে কলকাতা ও জেলার একাধিক পুজো কমিটি। ক্রমশ দীর্ঘ হচ্ছে এই তালিকা।

Continues below advertisement

সত্যজিৎ বৈদ্য ও প্রবীর চক্রবর্তী, কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রতিবাদ। পুজো অনুদান না নেওয়ার কথা জানাল আরও দুটি ক্লাব। অনুদান নয়, বিচার চাই। চিকিৎসক খুনের ঘটনায় সরব ক্লাব কর্তৃপক্ষ। আরজি কর-কাণ্ডে বদলে গেছে প্রাক-পুজোর আবহ। আকাশে শরত-ম্যাজিক উঁকি দিলেও, মনের ভার কাটছে না। আরজি কর মেডিক্য়াল কলেজের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় বিচার চেয়ে পথে গোটা বাংলা। পথে পথে রাজপথে আছড়ে পড়ছে প্রতিবাদের ঢেউ। 

Continues below advertisement

এই পরিস্থিতির মধ্যে দুর্গাপুজোর সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিল আরও দুটি ক্লাব। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ৮৫ হাজার টাকা পুজো-অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেতাজিনগর বাস্তুহারা সমিতি ও বেহালার সবেদা বাগান ক্লাব।  

এবার পুজো অনুদান না নেওয়ার কথা ঘোষণা নেতাজিনগর বাস্তুহারা সমিতির। নেতাজিনগর বাস্তুহারা সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ইন্দ্রনীল বসু বলেন, 'আমাদের টাকাতেই সরকার প্রশ্নহীন আনুগত্য কিনতে চায়। সেজন্য আমাদের প্রত্যাখ্যান।' তাঁর আরও দাবি, 'কারও বাবার টাকা নয়, আমাদেরই টাকা। আনুগত্য কিনতে চায় বলেই প্রত্যাখ্যান করেছি। চিকিৎসক খুনের বিচার চাই।' নেতাজিনগর দুর্গোৎসব কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য উৎপল মজুমদার বলেন, 'আমরা দীর্ঘদিন ধরে খেয়াল করছি সাধারণ মানুষ এই ঘটনায় প্রতিবাদে মুখর। শেষ পর্যন্ত অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।'

সরকারি পুজো অনুদান তাঁরা যে নেবেন না, ইতিমধ্যেই বেহালা থানাকে মেল করে তা জানিয়ে দিয়েছে বেহালার সবেদা বাগান ক্লাব। ওই ক্লাবের সদস্য অঞ্জনা বন্দ্যোপাধ্যায় বলেন, 'একটাই দাবি। যারা দোষ করেছে তারা যেন শাস্তি পায়।'

চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনার প্রতিবাদে, ইতিমধ্যেই রাজ্য সরকারের পুজো অনুদান না নেওয়ার কথা জানিয়েছে কলকাতা ও জেলার একাধিক পুজো কমিটি। যত দিন যাচ্ছে, বিচার চেয়ে প্রতিবাদের সুর চড়ছে। সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে, পুজোর সরকারি অনুদান না নেওয়া ক্লাবের তালিকা।

আজ সুপ্রিম-শুনানি:
আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ক্রমশ চড়ছে আন্দোলনের সুর। এই পরিস্থিতিতে আজ সুপ্রিমকোর্টে ধর্ষণ-খুন মামলার শুনানি রয়েছে। আজ মুখবন্ধ খামে তদন্ত রিপোর্ট জমা দেবে সিবিআই। অন্যদিকে, ১৪ অগাস্ট রাতে আর জি কর মেডিক্যালে কলেজে হামলার ঘটনায় রিপোর্ট দেবে কলকাতা পুলিশ। এই পরিস্থিতিতে বিচারের আশায় দিন গুনছেন নির্যাতিতার বাবা-মা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Jawhar Sircar: 'সময়ের ডাক, বোঝালো জহর, এখনই অভিষেকদা, সাজাক নৌবহর' একের পর এক পোস্ট সোশাল মিডিয়ায়

 

Continues below advertisement
Sponsored Links by Taboola