শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে রাত ১২টায় পার্টি অফিসে ডেকে পিঠে বানাতে বলার অভিযোগ এক বিজেপি মহিলা কর্মীর। রাজি না হওয়ায় তাঁর বাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারিণী। অভিযোগ অস্বীকার করেছেন উয়দন গুহ এবং তৃণমূল ব্লক সভাপতি বিশু ধর।  


রাতবিরেতে পিঠের 'আবদার'


সন্দেশখালির পিঠের 'আবদার'-এর অভিযোগ এবার দিনহাটায়। বিজেপি মহিলা কর্মীকে রাত ১২টায় তৃণমূল পার্টি অফিসে ডেকে পিঠে বানাতে বলার অভিযোগ উঠল। এবার অভিযোগের আঙুল তৃণমূল বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর দিকে। এক মহিলা বিজেপি কর্মীর অভিযোগের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তাতেই শোরগোল পড়ে গেছে। 


'মারধর করার হুমকি'


অভিযোগকারিণী, নিজের মুখ ঢেকেই এবিপি আনন্দ-কে জানালেন, 'আমাদের সঙ্গে ঘটনা ঘটেছে, ওরা আমাকে পিঠে বানাতে ডাকে। হুমকি দেয়। আমি ওদের কথায় রাজি হইনি। তাই ওরা বলে কী, যদি আমার কথায় রাজি না হলে পরিণাম খারাপ হবে। আমি বলি, দেখা যাবে। আমি কেন যাব,  রাত্রি ১২টায় তোমাদের ডেরায় পিঠে বানাতে? ওরা জোর জুলুম করে। আমি রাজি হইনি। তার কারণে আমাদের বাড়িতে বিকেল চারটের সময় বুথ সভাপতি পঞ্চায়েত এসে বলে আজকে কথা শুনতে হবে। আমি কথা শুনিনি দেখে রাত্রি ৯টায় আমাদের বাড়িতে এসে ভাঙচুর করে। আমি একাই ছিলাম বাড়িতে। আমাকে মারধর করার হুমকি দেয়। এগুলো উদয়ন গুহ, বিশু ধরের গুন্ডা বাহিনী। ওরাই এসে আমাকে বলে।' 


বাড়ির বউকে না বলে হাড়িভাঙার কোন মহিলাকে ধরে নিয়ে আসব পার্টি অফিসে পিঠে খাওয়ার জন্য়? প্রশ্ন উদয়নের 


যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন উদয়ন গুহ।  উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী এবিপি আনন্দকে জানিয়েছেন, ' সন্দেশখালিকে সামনে রেখে এখন নতুন পিঠে কাহিনি বিজেপি সারা বাংলায় চালু করবার চেষ্টা করছে। যে মহিলার কথা বলা হচ্ছে, সেই মহিলা কখনও আমাকে সামনা সামনি কোনও দিনও দেখেছেন কিনা বলুন। আর কোন পার্টি অফিসে ডেকেছি? পিঠে খাওয়ার জন্য় বাড়ির বউকে না বলে হাড়িভাঙার কোন মহিলাকে ধরে নিয়ে আসব পার্টি অফিসে পিঠে খাওয়ার জন্য়! আমাদের কোনও নেতাই রাত ১২টা দূরের কথা, ১০টার পরে বাইরে থাকে কিনা জানি না। আমার ম্য়াক্সিমাম লিমিট হচ্ছে ৯টা, সাড়ে ৯টা। তারপরে কিন্তু আমি বাড়ির বাইরে থাকি না। কেউ আমাকে পায় না।' 


আরও পড়ুন, সন্দেশখালিতে অ্যাকশনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, 'কড়া ব্যবস্থা'র হুঁশিয়ারি


কোচবিহারের পুলিশ সুপারের দাবি, তৃণমূল পার্টি অফিসে ডেকে পিঠে বানানোর অভিযোগ পুলিশের কাছে করেননি অভিযোগকারিণী। বাড়ি ভাঙচুরের লিখিত অভিযোগ করেছেন তিনি।