কলকাতা: বিতর্কের মধ্যেই বাবার হয়ে ব্যাট ধরলেন উদয়ন গুহর (Udayan Guha) ছেলে সায়ন্তন গুহ। তিনি বলেন "দাদু অনেক গরিব মানুষকে সাহায্য় করেছেন। বাম নেতারা বুকে হাত রেখে বলুন, কোটায় চাকরি হতো না, হোলটাইমারদের অগ্রাধিকার দেওয়া হতো না।" বামনেতাদের চ্যালেঞ্জ উদয়ন পুত্র সায়ন্তন গুহর।



 


কী বলেছিলেন উদয়ন গুহ? 


দুর্নীতি নিয়ে বাম আমলের মন্ত্রী বাবা কমল গুহকে কাঠগড়ায় তুলেছেন উদয়ন গুহ (Udayan Guha)। প্রয়াত বাবাকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। বাম আমলে ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক ও রাজ্যের কৃষিমন্ত্রী ছিলেন কমল গুহ। গতকাল উদয়ন গুহ বলেন, 'দলের স্বার্থে দুর্নীতি করেছেন কমল গুহ। বাবাকে বাঁচানোর জন্য কোনও কথা বলব না। বাবা সেই সময় অনেককে চাকরি করে দিয়েছেন। বাবার সামনে তালিকা তৈরি করা হয়েছিল। বাবা সেই তালিকাকে এনডোর্স করেছিলেন। সেখানে তো যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করা হয়েছে।আজ যাঁরা রাস্তায় বসে বলছেন যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে। তাঁদের পূর্বসুরীরাই যোগ্যদের বঞ্চিত করে চাকরি দিয়ে গিয়েছেন।' বিস্ফোরক মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর।


উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এই বক্তব্যের পরই শুরু হয় তুমুল তরজা। যা নিয়ে এবার বাবা উদয়ন গুহর পাশে দাঁড়ালেন ছেলে সায়ন্তন গুহ। তিনি বলেন, “আমি শুনেছি অনেক নিডি মানুষকে দাদু চাকরি দিয়ে সাহায্য করেছেন। কিছু ক্ষেত্রে চাকরি দিয়েও সাহায্য করেছেন কারণ মন্ত্রীর কোটায় চাকরি দিয়ে সাহায্য করা যায়। বাম নেতারা বুকে হাত রেখে বলুন, কোটায় চাকরি হতো না, হোলটাইমারদের অগ্রাধিকার দেওয়া হতো না।’’


পাল্টা কটাক্ষ ফিরহাদ হাকিমের: গতকাল উদয়ন গুহর এই মন্তব্যের পরই কটাক্ষ করেছেন তাঁর দলেরই নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim)। 'উদয়ন পাগলের মতো কী বলেছেন জানা নেই। চিরকুটে লোক ঢোকানো যায় না, অন্তত একটা অ্যাপ্লিকেশন লাগে। ৭০-এর দশকে হতে পারে, নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পরে আর হয় না।' বাম আমলে চিরকুটে চাকরি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীক কটাক্ষ পুরমন্ত্রীর। 


যদিও বিতর্কের পরেও নিজের অবস্থানে অনড় উদয়ন গুহ। এদিন তিনি বলেন, "আমি একটা সিস্টেমের কথা বলছি, আর বলব বাবা সেই সিস্টেমের বাইরে ছিল, তা তো হয় না। আমি আবার বলছি, যদি যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে, অপেক্ষাকৃত কম যোগ্যদের চাকরি দেওয়া দুর্নীতি হয়, তাহলে বাবা সেই সিস্টেমের অঙ্গ ছিলেন।''


আরও পড়ুন: Hiran Attack Dev: 'ঘাটালের তৃণমূল সাংসদ বড় দুর্নীতিতে জড়িত' হিরণের নিশানায় দেব