কোচবিহার: 'রাস্তা না হলে ভোট নয়'। এবার শীতলকুচিতে (Shitalkuchi) গ্রামবাসীদের মুখে শুনলেন উদয়ন গুহ। রাস্তা সারানোর আশ্বাস উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর। কেউ সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা চাইলে আমায় বলুন। জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা করব।' শীতলকুচিতে (Shitalkuchi) হুঁশিয়ারি উদয়ন গুহর।


গ্রামবাসীদের অভিযোগ শুনলেন উদয়ন গুহ: বুধবার শীতলকুচির বড় কৈমারীতে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে দিদির দূত হিসেবে যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। সেখানে মন্ত্রীকে কাছে আবাস যোজনা, বেহাল রাস্তা সহ একাধিক অভিযোগে সরব হন গ্রামবাসীদের একাংশ। এদিন এক গ্রামবাসী বলেন, “কী আর বলব, আমাদের ঘর নেই। রাস্তা না হলে ভোটও দেব না।’’


দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে দিদির দূত হিসেবে অন্যান্য নেতা-নেত্রী-মন্ত্রীদের মতো গ্রামে গ্রামে যাচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। তাঁকে সামনে পেয়ে কেউ একশো দিনের কাজের জব কার্ডের জন্য কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন। কেউ আবার আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলেছেন। এই প্রেক্ষাপটে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন উদয়ন গুহ। দিলেন দুর্নীতিতে জড়িতদের জেলে ঢোকানোর হুঁশিয়ারি।

তৃণমূল বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, “যদিও কোথাও কখনও কেউ সরকারি সুযোগ সুবিধা দিয়ে দুর্নীতির আশ্রয় নেয়, কেউ যদি সুযোগ পাইয়ে দিয়ে টাকা আপনার কাছে চায়। আপনারা আমাকে ফোন করে জানাবেন। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, যারা দুর্নীতির সঙ্গে জড়িত থাকবে, তাদের যাতে জেলে বাস হয়, তার বন্দোবস্ত করব।’’


এদিকে দিনকয়েক আগে দিদির দূত কর্মসূচিতে মানুষের বিক্ষোভ প্রসঙ্গে নাম না করে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "সবাই যে আমাকে ভালবাসবেন একথা মনে করার কোনও কারণ নেই। আমার কোনও সমালোচক বন্ধু থাকবে না, এটা মনে করার কোনও কারণ নেই। মানুষ একটা আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তার দুঃখের দুটো কথা বলবে না, আমি এরকম মানুষ নই। আমি চাই মানুষ বলুক। সেটাকে বিক্ষোভ বলবেন না। এটা মানুষের গ্রিভান্সেস। মানুষ উপড়ে দিল। অর্থাৎ অনেক কিছু তো হয়। হয়ত আমাদের নলেজে এল না। সেই নলেজে আনবার জন্য় যদি এইটুকু মানুষ বলবার জায়গা না পায় তাহলে কী হবে?'' 


আরও পড়ুন: Manik Bhattacharya: জেলবন্দি প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে ফের জরিমানা আদালতের