কলকাতা: জেলবন্দি তৃণমূল বিধায়ক (TMC MLA) মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) ফের জরিমানা আদালতের। তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ৫ লক্ষ টাকা জরিমানা আদালতের। তথ্যের অধিকার আইনে ওএমআর শিট চেয়ে আবেদন ২০১৭-র এক টেট পরীক্ষার্থীর (TET)। নির্ধারিত টাকা দিয়ে আবেদন জানাই, দাবি টেট পরীক্ষার্থীর সাহিলা পারভিনের। যথাযথ ওএমআর শিট দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ, অভিযোগ মামলাকারীর। তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে জরিমানা করল আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যকে ২ সপ্তাহের মধ্যে টাকা জমার নির্দেশ।
মানিক ভট্টাচার্যকে ফের জরিমানা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ভূমিকা খতিয়ে দেখছে সিবিআই। একের পর এক অনিয়মের অভিযোগে জড়িয়েছে তাঁর নাম। এই প্রেক্ষাপটেই, ফের কলকাতা হাইকোর্টের জরিমানার মুখে পড়লেন মানিক ভট্টাচার্য। ২০১৪-র টেট পরীক্ষার্থীর পরে ২০১৭-র টেট পরীক্ষার্থীর করা মামলাতেও জরিমানা হল তাঁর। এবার OMR শিট বিতর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদের একদা দণ্ডমু্ণ্ডের কর্তাকে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৭-র টেট পরীক্ষার্থী (TET) সাহিলা পারভিনের করা মামলার প্রেক্ষিতে জেলবন্দি মানিক ভট্টাচার্যকে জরিমানা করেছে আদালত।
মামলাকারীর দাবি,তথ্য জানার অধিকার আইনে, নির্ধারিত টাকা জমা দিয়ে, তিনি OMR শিট দেখার আবেদন জানান। অভিযোগ, যথাযথ OMR শিট তাঁকে দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। মামলাকারীর অভিযোগের প্রেক্ষিতে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যকে ৫ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন। ২ সপ্তাহের মধ্যে এই টাকা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি।
এর আগে গত ১৬ জানুয়ারি, অন্য এক পরীক্ষার্থীর করা মামলায়, জেলবন্দি মানিক ভট্টাচার্যকে ২ লক্ষ টাকার জরিমানা করেছিল আদালত। মামলাকারী মালারানি পালের অভিযোগ ছিল, ৮ বছর ধরেও তিনি ২০১৪ সালের টেটের ফল জানতে পারেননি। সেই মামলায় ১৫ দিনের মধ্যে, মানিক ভট্টাচার্যকে ২ লক্ষ টাকা জরিমানার দেওয়ার নির্দেশ দেয় আদালত। ৩০ জানুয়ারি কলকাতা হাইকোর্টে ফের সেই মামলার শুনানি আছে। এরইমধ্যে অন্য এক মামলায় জেলবন্দি তৃণমূল বিধায়ক মানিকের ৫ লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন: Udayan Guha: 'রাস্তা না হলে ভোট নয়' শীতলকুচিতে উদয়নকে 'হুঁশিয়ারি' গ্রামবাসীদের