শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ভেটাগুড়ি থেকে ফেরার পথে, গাড়ি রাস্তার সঙ্গে মিশে গেলে কাউকে দোষ দিতে পারবেন না। এবার নতুন হুঁশিয়ারি শোনা গেল উদয়ন গুহর (Udayan Guha) মুখে। তৃণমূলের (TMC) নেতা-কর্মীরাই বিজেপিতে যোগ দিতে ভেটাগুড়িতে নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) কাছে যাচ্ছেন। তাই দলীয় কর্মীদেরকেই হুমকি দিচ্ছেন মন্ত্রী। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি (BJP)।
কখনও দাঁত ফেলে দেওয়ার হুমকি, তো কখনও দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর এহেন মন্তব্যে বিতর্ক কম হয়নি। এই প্রেক্ষাপটেই শনিবার দিনহাটার তৃণমূল বিধায়কের মুখে শোনা গেল নতুন হুঁশিয়ারি।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, "আরেকবার হুঁশিয়ারি দিয়ে বলে যাই, আমাদের কাছে কিন্তু খবর আছে, আমরা খবর পাই, কারা কারা ভেটাগুড়ির দিতে যায়, কখন যায়। এই ধরনের খবর যদি পাওয়া যায়, ভেটাগুড়ি যাবেন ভাল কথা, কিন্তু ফেরার সময় যদি আপনার গাড়িটা রাস্তার সঙ্গে মিশে যায়, তাহলে কিন্তু আর কারও দোষ দিতে পারবেন না। এই কথাটা যেন মাথায় থাকে।"
আরও পড়ুন, 'ক্রোধের বশে বলেছি', রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য জের, সমালোচনার মুখে পিছু হটলেন অখিল গিরি
বিভিন্ন মহলে প্রশ্ন, কাদের উদ্দেশে এহেন হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ? গাড়িতে করে কারা যাচ্ছেন দিনহাটার ভেটাগুড়িতে? তাৎপর্যপূর্ণ বিষয়, দিনহাটার ভেটাগুড়িতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বাড়ি। বিজেপি শিবিরের দাবি, তৃণমূলের অনেক নেতাই দলবদল করতে চেয়ে সরাসরি কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন। তাই দলেরই একাংশকে নিশানা করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী।
বিজেপির কোচবিহারের সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, "অঞ্চল সভাপতি ঘোষণা হওয়ার পর তৃণমূলের অনেক নেতাই তো আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। মন্ত্রীর সঙ্গেও ব্যক্তিগতভাবে যোগাযোগ করছেন। যারা যোগাযোগ রাখছেন, তাদের উদ্দেশ্যে কি উনি বলছেন যে, দুর্ঘটনায় মারা গেলে তৃণমূলের দায় নেই।"
এদিকে, পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে দলীয় কর্মীদের ভোকাল টনিক দিতে গিয়ে বিতর্ক বাধাচ্ছেন নেতারা। কেউ দলীয় কর্মীদের কাঁচা বাঁশ কেটে রাখতে বলছেন, তো কেউ পরামর্শ দিচ্ছেন, কাস্তেতে শান দিয়ে রাখতে। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, "পুলিশ দিয়ে সমস্ত পঞ্চায়েতে লুঠ করে নেওয়া হয়েছে। নমিনেশন করতে দেওয়া হয়নি। এবারে কিন্তু খালি হাতে যাব না, কাঁচা বাঁশ কেটে নিয়ে যাব।"
সিপিএমএর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "এদেরকে পঞ্চায়েত থেকে জুতো মেরে তাড়াতে হবে। আমাদের ভাইদের বলব, কাস্তেটায় একটু শান দিয়ে রাখতে।" এদিন নাম না করে তার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন গুহ।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, "আমি বলব ধার দেন ভাল কথা, বাঁশও খোঁজেন ভাল কথা। কিন্তু আপনি তো কলকাতায় থাকেন। কোচবিহার জেলায় কত বাঁশঝাড় আছে, আর কোথায় কাঁচা বাঁশ আছে, আপনার থেকে আমরা ভাল চিনি, আপনি বাঁশঝাঁড়ে পৌঁছনোর আগে, আমরা বাঁশ কেটে নিয়ে আসব।" লাগাতার এই হুমকি-হুঁশিয়ারির স্রোতে প্রশ্ন একটাই, পঞ্চায়েত ভোটটা নির্বিঘ্নে হবে তো?