শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার :  ফের বেলাগাম উদয়ন গুহ। আবারও আর জি কর মেডিক্যালকাণ্ডের প্রতিবাদীদের আক্রমণ করতে গিয়ে মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। প্রতিবারের মতোই এবারও বেলাগাম তিনি। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিদের আক্রমণ করতে গিয়ে এর আগেও নানা বিতর্কিত মন্তব্য করেছেন উদয়ন। তবে এবার তাঁর নিশানায় মহিলারা ।  প্রতিবাদীদের আঙুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন, এবার মহিলাদের সাজসজ্জা নিয়ে আক্রমণ শানালেন তৃণমূলের মন্ত্রী।

  


আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে স্বাধীনতা দিবসের আগের রাতে রাজপথের দখল নিয়েছিলেন মহিলারা। নারকীয় ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে এমন অরাজনৈতিক প্রতিবাদ অতীতে বাংলা কার্যত দেখেনি। এদিন নাম না করে সেই আন্দোলনকারীদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন উদয়ন গুহ।


উদয়ন বললেন, ' যাঁরা জিন্স পরেন, যাঁদের বয়েজ কাট চুল, যাঁরা চুল স্ট্রেট করান, তাঁরা মদ-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করেন না। কারণ, তাঁরা মদ খান না, ড্রিঙ্ক করেন।' এর মাধ্যমে উদয়ন নিশানা করলেন আরজিকরের ঘটনায় আন্দোলনে বসা মহিলাদের। আন্দোলনকারীদের প্রতিবাদকে কার্যত ‘শহুরে’ বলে কটাক্ষ করেন মন্ত্রী।


বাংলাদেশ প্রসঙ্গ টেনেও আন্দোলনকারীদের হুঁশিয়ারি দেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। তাঁর কটাক্ষ, 'হাসিনাকে দেখে যাদের মুখে হাসি ফুটেছে, তা কী করে বন্ধ করতে হয়, তৃণমূল জানে। এই কথা মাথায় রেখে সাবধানে আন্দোলন করুক। নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে, তা প্রতিহত করার রাস্তা জানা আছে'


এর আগেও আরজিকরের আন্দোলন নিয়ে একের পর এক তীর্যক মন্তব্য করে গিয়েছেন উদয়ন। তিনি বলেন, 'ওরা জানে না, হাসিনা যে ভুল করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করবে না, করেনি। তাই আরজি করে ওইভাবে ভাঙচুর করার পরেও পুলিশ কিন্তু গুলি চালায়নি, পুলিশ এখানে বাংলাদেশ করতে দেবে না।' 


শুধু উদয়ন নয়, বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীও বেলাগাম মন্তব্য করেন। বলেন, 'অবরোধের নামে কেউ পুরুষ-বন্ধু নিয়ে ঘুরতে গেলে, চিকিৎসকরা আন্দোলন চালিয়ে গেলে এবার জনরোষ  তৈরি হবে। হাসপাতাল ঘিরবে গ্রামবাসীরা। তৃণমূল তখন বাঁচাতে যাবে না।'  মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইলে হাত মুচড়ে দেওয়ারও হুমকি দেন অরূপ চক্রবর্তী।


আরও পড়ুন, 'শুধু জিজ্ঞাসাবাদ কেন? কেন গ্রেফতার করা হচ্ছে না সন্দীপ ঘোষকে?' প্রশ্ন তুলল নির্যাতিতার পরিবার