সন্দীপ সরকার, কলকাতা : নিয়োগ দুর্নীতি ইস্যুতে ( Recruitment Scam ) বাম আমলকে নিশানা করেছেন! নিজের বাবাকেও কাঠগড়ায় তুলতে ছাড়েননি! কিন্তু এবার দুর্নীতির অভিযোগেই, নিজের ভাগ্নির আক্রমণের মুখে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। 'কলেজে পার্টির ছেলেকে নিয়োগ করিয়েছেন উদয়ন গুহ' মামার বিরুদ্ধে বিস্ফোরক ভাগ্নি।
তিনি উজ্জয়িনী রায়, বিজেপি নেত্রীও । তিনি কার্যত নিজের মামার বিরুদ্ধে বোমা ফাটালেন। উদয়ন গুহর ভাগ্নি বললেন, 'দিনহাটা থেকে খবর পেলাম। এখন চাকরি কেলেঙ্কারি নিয়ে এত কিছু হচ্ছে, গত শনিবার দিনহাটা কলেজে অ্যাকাউন্ট ইনচার্জ পদে পার্টির ছেলেকে নিয়োগ করা হয়েছে। এতকিছুর পরেও। দুদিন আগের ঘটনা। আবার বৈঠক হয়েছে, ক্যাজুযালে তিনজনকে ঢোকানোর জন্য।'
আরও পড়ুন :
বাবাকে নিয়ে উদয়ন গুহর তীর্যক মন্তব্য, পদত্যাগের দাবি উঠল তাঁর পরিবার থেকেই
মন্ত্রীর কোটায় চাকরি দেওয়ার কথা অবশ্য আগেই জানিয়েছিলেন উদয়ন গুহ। তিনি আগেই জানিয়েছিলেন, ' সুযোগ পেলে পার্টির ছেলেদের চাকরি এখনও আমরা দিই। আমি মন্ত্রী হিসেবে তিনজনকে আমার এটেনডেন্ট হিসেবে নিযুক্ত করতে পেরেছি। আবার তিন জন আটেনডেন্ট রাখব। '
উদয়ন গুহ তাঁর বাবার সমালোচনা করলেও, উদয়নের ছেলে কিন্তু দাদুর জন্য় গর্বিত! সায়ন্তন গুহ বলেন, ' আজকে যেসব বাম নেতারা কথা বলছেন, বাম আমলে কীভাবে চাকরি হতো সেটা কোর্টে গিয়ে বলার সাহস কেউ দেখাবেন না। কমল গুহর নাতি হিসেবে আমি গর্বিত।'
উদয়ন গুহর ভাগ্নি উজ্জয়িনী রায় মনে করেন, ' দাদু হয়তো অনেককে সাহায্য করেছেন, কিন্তু দুর্নীতি করেছেন, টাকা নিয়ে চাকরি দিয়েছেন? নেভার। এটা কোনদিনই হয়নি। উনি ফাইল বের করে দেখান। মুখের কথায় কিছু হয় নাকি? প্রমাণ দিক। '
উদয়ন গুহর বিরুদ্ধে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তাঁর ভাগ্নি উজ্জয়িনী রায়। বললেন, ' উদয়ন বাবুর মন্তব্যের সঙ্গে সহমত নই। এ কথা মানতে পারছি না যে, আমার দাদু কমল গুহ অযোগ্যদের চাকরি দিয়েছেন যোগ্যদের বঞ্চিত করে। আমাদের পরিবারের অনেকেই মানতে পারছেন না। সবাই খুব আশ্চর্য এ কথা শুনে। ' মামার দাবির তীব্র বিরোধিতা করে, দাদুর পাশেই দাঁড়ালেন মন্ত্রীর ভাগ্নি উজ্জয়িনী রায়! এমনকী উদয়ন গুহর পদত্যাগেরও দাবি তুললেন বিজেপি নেত্রী ভাগ্নি। সব মিলিয়ে কার্যত পরিবারের মধ্যেই এখন বেশ চাপে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী!