সুনীত হালদার, হাওড়া: ফের সরকারি হাসপাতালে 'নিগৃহীত' মহিলা জুনিয়র ডাক্তার। সিভিক ভলান্টিয়ারের পর এবার হোম গার্ড। কালীপুজোর সন্ধ্যেয় মহিলা জুনিয়র চিকিৎসককে হেনস্থার অভিযোগ। হাওড়ার উলুবেড়িয়ায় পুলিশ অফিসার পরিচয়ে মহিলা জুনিয়র চিকিৎসককে হেনস্থার অভিযোগে, অস্থায়ী হোমগার্ড সহ গ্রেফতার ২। উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে চাঞ্চল্য। ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা। 

Continues below advertisement

অভিযোগ, মারধর ও ধর্ষণেরও হুমকি দিয়েছে ওই হোমগার্ড। উলুবেড়িয়া ট্রাফিক গার্ডে কর্মরত ধৃত ওই অস্থায়ী হোমগার্ডের নাম শেখ বাবুলাল (৩৫)।                                   

পুলিশ সূত্রে খবর, সোমবার এক আত্মীয়াকে নিয়ে উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান ধৃত শেখ বাবুলাল। তার সঙ্গে ছিলেন জনা দশেক লোকজন। ওই বিভাগেই কর্মরত ছিলেন ওই মহিলা জুনিয়র চিকিৎসক। পুলিশ সূত্রে খবর, রোগী দেখাকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। অভিযোগ, পুলিশের পরিচয় দিয়ে ওই হোমগার্ড মহিলা চিকিৎসকের ওপর চড়াও হয়। তাঁকে মারধরও করা হয়। এমনকি বাধা দিতে গেলে দেওয়া হয় ধর্ষণের হুমকি। পুলিশ অফিসার পরিচয় দিয়ে মহিলা চিকিৎসকের উপর 'চড়াও' হোমগার্ড। 

Continues below advertisement

অভিযোগ, ওই আত্মীয়ার শারীরিক পরীক্ষার পর রেস্টরুমে বসেছিলেন তিনি। সেইসময়, দলবল নিয়ে তাঁর ওপর চড়াও হয় শেখ বাবুলাল। অশ্লীল ভাষায় গালিগালাজ, ঘাড়ে ঘুষি থেকে হাত মুচকে দেওয়া হয় তাঁর। এমনকী, রাস্তায় বেরোলে ধর্ষণেরও হুমকি দেওয়া হয় ওই মহিলা চিকিৎসককে। রাতেই উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

তরুণীর অভিযোগ, ঘটনার সময় সেখানে কোনও নিরাপত্তারক্ষী ছিল না, কাউকে ডেকেও সাহায্য পাওয়া যায়নি। হাসপাতালে মেয়েদের নিরাপত্তাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে।       

এদিকে, সম্প্রতি ঘটে যাওয়া দুর্গাপুরকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবার রাজ্যের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।  রাজ্যপাল যখন এই প্রশ্ন তুলছেন, তখন কালীপুজোর উদ্বোধন থেকে কেন্দ্রীয় রিপোর্ট উল্লেখ করে কলকাতাকে নিরাপদতম শহর বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।