বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: আগামীকাল, অর্থাৎ সোমবার তমলুকের (Tamluk) নিমতৌড়িতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari Meeting) সভা ঘিরে দেখা দিল জটিলতা। পূর্ব মেদিনীপুরে বিজেপির দুই সাংগঠনিক জেলায় পঞ্চায়েতের (Panchayat Election 2023) জয়ী সদস্যদের সংবর্ধনা দিতেই আগামীকালের ওই সভা আয়োজন করা হয়েছে। সভা হওয়ার কথা তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির মাঠে। অনুমতি দিয়েও শেষ মুহূর্তে সভা বন্ধের আবেদন জানিয়ে প্রশাসনের দ্বারস্থ তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতি, খবর এমনই। প্রসঙ্গত, তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির সম্পাদক পদে রয়েছেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সোমনাথ বেরা। যদিও বিরোধী দলনেতার হুঙ্কার, আগের সূচি অনুযায়ীই আগামীকালের সভা হবে। 


নন্দীগ্রামের সভা থেকে বার্তা...
এদিন নন্দীগ্রামের সোনাচূড়া থেকে শুভেন্দু বার্তা দেন, 'স্বচ্ছতার সঙ্গে কাজ করে জনগণের পঞ্চায়েত তৈরি করুন। পঞ্চায়েতে উন্নয়নের কাজ সকলের জন্য করতে হবে। তৃণমূল করেন, কিন্তু সরকারি প্রকল্প পাওয়ার যোগ্য এমন ব্যক্তিকেও বাদ দেওয়া যাবে না।' বিরোধী দলনেতার বক্তব্য, 'বিজেপি যে তৃণমূলের থেকে আলাদা, সেটা প্রমাণ করার দায়িত্ব নিতে হবে।' তবে একই সঙ্গে দুর্নীতি-অভিযোগে শান দিতে শোনা যায় তাঁকে। বলেন, 'গত ১০ বছরে যা চুরি হয়েছে, শুধু কাগজ বের করুন। কী ভাবে ইঞ্জেকশন দিতে হয় আমি জানি।'


আগেও টানাপড়েন...
বিরোধী দলনেতার সভা নিয়ে আগেও টানাপড়েনের সাক্ষী থেকেছে রাজ্য। হালেই পশ্চিম মেদিনীপুরের পিংবনিতে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে সভায় অনুমতি ঘিরে বিতর্ক তৈরি হয়। পুলিশের অনুমতি না মেলায় অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। সমস্যা হয়েছিল কারণ একই জায়গায় সভার সূচি ছিল তৃণমূলের। একই দিনে শাসক ও বিরোধী সভার বিষয়টি নতুন নয়। সেবারেও সমাধান দেয় কলকাতা হাইকোর্ট। তৃণমূল-বিজেপির জোড়া সভার সময় বেঁধে দিয়ে হাইকোর্টের নির্দেশে জানানো হয়, 'সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সভা করবে বিজেপি। দুপুর ২.৩০টা থেকে সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত সভা করবে তৃণমূল। সভা করতে হবে শান্তিপূর্ণভাবে, থাকতে হবে পুলিশি নিরাপত্তা'। প্রসঙ্গত, গত ১৪ মার্চ নন্দীগ্রাম দিবসে শুভেন্দুর সভায় পুলিশের অনুমতি না মেলার অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। গত ২ এপ্রিল, মাঠ ব্যবহারের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের ছাড়পত্র নেই বলে দাবি করে চন্দ্রকোণার ঝাকরায় শুভেন্দু অধিকারীর কৃষক সমাবেশের অনুমতি বাতিল করেছিল পুলিশ । আবার ৭ মে, পুলিশের তরফে ত্রুটিপূর্ণ আবেদনের কথা জানিয়ে পটাশপুরে শুভেন্দু অধিকারীর  সভা ও মিছিলের অনুমতি বাতিল করা হয়েছিল।
এবার অবশ্য বিরোধী দলনেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই সভা হবে।


আরও পড়ুন: