কলকাতা: জলের নীচে দিয়ে ছুটবে মেট্রো। ভারতে এই প্রথম, তাও আবার পশ্চিমবঙ্গে, হাওড়া এবং কলকাতার ঠিক মধ্যিখানে। বুধবার গঙ্গার নীচের সেই মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু উদ্বোধনই নয়, মেট্রোয় চেপে জলের নীচ দিয়ে সফরও করলেন। সেখানে তাঁর সঙ্গী হয় স্কুল পড়ুয়ারা। গঙ্গার নীচে দিয়ে ছুটে চলা মেট্রোর সফরে তাদের সঙ্গে খোশগল্পও করতে দেখা যায় মোদিকে। (Underwater Metro Kolkata)


কলকাতায় গঙ্গার নীচে দিয়ে ছুটে চলা মেট্রোর সফর কেমন ছিল, সোশ্যাল মিডিয়ায় তার একঝলক তুলে ধরেন মোদি। তিনি লেখেন, 'কলকাতার পরিকাঠামো জোর পেল। আজ মেট্রো সফরে মানুষনের সঙ্গে কথোপকথনের কিছু ঝলক তুলে ধরলাম আপনাদের সামনে'। মেট্রো সফরের অভিজ্ঞতা বোঝাতে ১ মিনিট ৪৩ সেকেন্ডের ভিডিওটি আপলোড করেন মোদি। (Narendra Modi)


মঙ্গলবার সন্ধেয় কলকাতায় পৌঁছে গিয়েছিলেন মোদি। বুধবার সকালে গঙ্গার নীচ দিয়ে ছুটে চলে মেট্রোর উদ্বোধনে যান। রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে এদিন নিয়ে মেট্রো স্টেশনে ঢোকেন মোদি। সেখানে তাঁকে অভিবাদন জানাতে তখন ভিড় উপড়ে পড়ছিল কার্যত। মোবাইল ফোন উঁচিয়ে ছবি তোলেন অনেকেই।


সকলের উদ্দেশে হাত নেড়ে সুসজ্জিত মেট্রোয় চাপেন মোদি। সেখানে হাতে জাতীয় পতাকা নিয়ে তাঁর সফরসঙ্গী হয় কিছু স্কুল পড়ুয়া। মোদি এবং পড়ুয়াদের মধ্যে যে কথোপকথন শোনা গিয়েছে, তা হল-




প্রধানমন্ত্রী: আপনাদের কী মনে হয়, এই মেট্রোতে হাওড়া এবং কলকাতাবাসীর সুবিধা হবে?

পড়ুয়ারা: হ্যাঁ, স্যর। খুব সুবিধা হবে।

প্রধানমন্ত্রী: আপনারা জানেন তো দেশের প্রথম জলের নীচে দিয়ে ছুটে চলা মেট্রো এটি?

পড়ুয়ারা: হ্যাঁ, স্যর জানি।

প্রধানমন্ত্রী: বুঝতে পারছেন তো, আজ এই মেট্রোর প্রথম সওয়ারি আপনারা?

পড়ুয়ারা: হ্যাঁ, স্যর। 

প্রধানমন্ত্রী: আপনাদের মতো তরুণ প্রজন্মের কাছে জানতে চাই, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার জন্য আগামী দিনে কোন কাজে জোর দিতে হবে?

পড়ুয়ারা: পরিশ্রম স্যর।

প্রধানমন্ত্রী: মানে সকালে জিমে গিয়ে ঘাম ঝরানো?

পড়ুয়ারা: না স্যর, পরিশ্রম। নিজের জন্য, অন্যের জন্যও।

প্রধানমন্ত্রী: জলের কত নীচ দিয়ে যাচ্ছে মেট্রো জানেন?

পড়ুয়ারা: ৩২ মিটার স্যর। সুড়ঙ্গ শুরু ৬ মিটার নীচে থেকে। 



আরও পড়ুন: Narendra Modi At Bengal : 'বাংলার প্রত্যেক মা-বোন আমার পরিবার', বিশ্ব নারী দিবসের আগে বাংলার মেয়েদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তা


পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা সেরে মেট্রো কর্মীদের সঙ্গেও কথা বলেন মোদি। জানতে চান, নির্মাণকার্য চলাকালীন সবচেয়ে বেশি কোন প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁদের? জবাবে এক মেট্রো কর্মী জানান, জল ঢুকে যায় যদি! এই প্রশ্নই বেশি ওঠে। জলের নীচে দিয়ে যাওয়ার সময় মাছ দেখা যাবে কি না, তা-ও জানতে চান অনেকে। এতে রসিকতার সুরে মোদি বলেন, "হ্যাঁ, দেখা তো যাবে, কিন্তু ধরা যাবে না!"