কলকাতা: আর মাত্র কয়েকটি দিন। তার পরই শারোদৎসব। তার আগে বঙ্গ বিজেপি-র অন্দরে চরম তৎপরতা। কারণ শহর কলকাতায় পুজো উদ্বোধনে আসছেন স্বয়ং অমিত শাহ (Amit Shah)। আগামী ১৬ অক্টোবর, সোমবার কলকাতায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। ওই দিন সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো উদ্বোধন করবেন তিনি। (Durga Puja 2023)


পায়ে চোট লাগায় বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে শহরের একাধিক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবহেই শাহের আগমনের খবর মিলল। বিজেপি-র তরফে জানানো হয়েছে,সোমবার বিকেল ৪টেয় সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর উদ্বোধন করবেন শাহ, যে পুজোর আয়োজক বিজেপি-র সজল ঘোষ। তাঁদের তরফেই শাহকে আবেদন জানানো হয়েছিল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও অনুরোধ জানিয়েছিলেন। তাতে সম্মত হন শাহ।


বর্তমানে থিম পুজোরই রমরমা সর্বত্র। সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোও এক্ষেত্রে ব্যতিক্রম নয়। সমসাময়িক ঘটনাবলী ফুটিয়ে তোলা হয় প্যান্ডেলে। এবারে সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর থিম রামমন্দির। লোকসভা নির্বাচনের আগেই অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হতে চলেছে বলে খবর। কলকাতার বুকে সেই রামমন্দিরের আদলেই প্যান্ডেল গড়ে তোলা হয়েছে। শাহের হাতে হবে তার উদ্বোধন।


আরও পড়ুন: Kolkata News: সুকান্ত-অমিতদের ছবিতে লাথি-জুতো, নেতৃত্বকে 'দালাল' বলে কটাক্ষ, মুরলিধর সেন লেনে বিক্ষোভ BJP কর্মীদের


বিজেপি সূত্রে খবর, রাম অকাল বোধন করেছিল। সেই বিষয়টিকে সামনে রেখেই রামমন্দিরের আদলে তৈরি হয়েছে পুজো। এই পুজোর উদ্বোধনে শাহের আগমন রাজনৈতিক ভাবেও তাৎপর্য বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি সুকান্ত মজুমদারের বালুরঘাটের পুজোর উদ্বোধন করার জন্যও আবেদন জানানো হয়েছিল। কিন্তু সেখানে শাহ যাবেন কিনা, এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে জানা যায়নি কিছু।


আগামী বছর লোকসভা নির্বাচন।  দিল্লিতে বিজেপি টানা তৃতীয় বারের জন্য ক্ষমতা ধরে রাখে কিনা, এই নির্বাচনই ঠিক করবে। সেই কারণেই বাংলা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিজেপি নেতৃত্বের কাছে। বাংলার মোট লোকসভা আসনের সংখ্যা ৪২। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি ১৮টি আসন দখল করলেও, তার পর থেকে বিধানসভা নির্বাচন, পৌরসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি তারা। তাই ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ঝাঁপিয়ে পড়তে চান দলীয় নেতৃত্ব। কিন্তু এই মুহূর্তে অন্তর্দ্বন্দ্বই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দলীয় নেতৃত্বের। বুধবার সল্টলেকের পর, বৃহস্পতিবার খাস কলকাতার বুকে, মুরলিধর সেন লেনে বিজেপি-র সদর দফতরের সামনেই বিক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মীরা। সুকান্ত মজুমদার, অমিত মালব্যদের ছবিতে লাথি, জুতো উড়ে আসে। দলে আদি বনাম নব্যের দ্বন্দ্ব এবং মাঠে নেতৃত্বের না থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।