Google Pixel 8 Series: আজ ১২ অক্টোবর থেকে ভারতে বিক্রি শুরু হচ্ছে গুগল পিক্সেল ৮ (Pixel 8) এবং পিক্সেল ৮ প্রো (Pixel 8 Pro) - এই দুই ফোনের। এই দুই ফোনেই রয়েছে গুগলের টেনসর জি৩ (Google's Tensor G3) প্রসেসর। এছাড়াও রয়েছে ২৫৬ জিবি স্টোরেজ। অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট যুক্ত এই ফোন দুটিতে হোল পাঞ্চ স্টাইলের ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। গুগল পিক্সেল ৮ ফোনে একটি ৪৫৭৫ এমএএইচ ব্যাটারি এবং ২৭ ওয়াটের চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। অন্যদিকে পিক্সলে ৮ প্রো ফোনে রয়েছে ৫০৫০ এমএএইচ ব্যাটারি এবং ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 


ভারতে গুগল পিক্সলে ৮ এবং পিক্সলে ৮ প্রো ফোনের দাম ও বিভিন্ন লঞ্চ অফার


গুগল পিক্সেল ৮ সিরিজের এই দুই ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। বর্তমানে ফ্লিপকার্টে চলছে বিগ বিলিয়ন ডে'জ সেল। তাই এই দুই ফোনের দামে অনেক ছাড় রয়েছে। পিক্সেল ৮ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলর দাম ৭৫,৯৯৯ টাকা। আর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮২,৯৯৯ টাকা। Hazel, Obsidian, Rose- এই তিন রঙে গুগল পিক্সলে ৮ ফোন ভারতে লঞ্চ হয়েছে। অন্যদিকে পিক্সেল ৮ প্রো ফোনের ১২ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,০৬,৯৯৯ টাকা। Bay, Obsidian, Porcelain- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে গুগল পিক্সেল ৮ প্রো ফোন। 


পিক্সেল ৮ ফোনের ক্ষেত্রে ফ্লিপকার্টে ক্রেতারা ৮০০০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন। সেক্ষেত্রে আইসিআইসিআই, কোটাক মহিন্দ্রা এবং অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে ফোন কিনতে হবে। এছাড়াও পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন কিনলে ৩০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। অন্যদিকে গুগল পিক্সেল ৮ প্রো ফোনের ক্ষেত্রে নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে কেনাকাটা করলে ক্রেতারা ৯০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এছাড়াও থাকছে ৪০০০ টাকার এক্সচেঞ্জ অফার। উল্লিখিত ছাড়্গুলি যুক্ত হলে গুগল পিক্সেল ৮ এবং পিক্সেল ৮ প্রো- এই দুই ফোনের দাম কমে হবে যথাক্রমে ৬৪,৯৯৯ টাকা এবং ৯৩,৯৯৯ টাকা। 


ক্রেতারা পিক্সেল ৮ সিরিজের ফোন কিনলে পিক্সেল ওয়াচ ২ কেনার উপযুক্ত হবে। এর ফলে ছাড় যুক্ত হয়ে ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এই ঘড়ির আসল দাম ৩৯,৯০০ টাকা। এছাড়াও গুগল পিক্সেল বাডস প্রো ৯৯৯৯ টাকার পরিবর্তে ৮৯৯৯ টাকায় কেনা যাবে। 


আরও পড়ুন- এবার আরও শক্তিশালী প্রসেসর নিয়ে ভারতে আসছে আইকিউওও- এর নতুন ফোন, কোন চিপসেট থাকতে পারে?