কলকাতা: বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পেশ করেছে রাজ্য (West Bengal News)। আর তাতে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) সদিচ্ছা নিয়ে প্রশ্ন করলেন প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী। ২০২১ সালে মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠি তুলে ধরে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন কিরেন রিজিজু।
সদিচ্ছা নিয়ে প্রশ্ন: ধর্ষণে মৃত্যুদণ্ড চেয়ে বিধানসভায় বিল পাস হয়েছে গতকাল। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছা নিয়ে প্রশ্ন করলেন প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী। আমার খারাপ লাগে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নারী ও শিশুদের জন্য দ্রুত বিচারের দায়িত্ব উপেক্ষা করেছেন। ২০২১ সালের এই চিঠি তা স্পষ্ট করে দিচ্ছে। ২০১৮ সালে, ধর্ষণের মতো জঘন্য অপরাধ মোকাবিলা করার জন্য সংসদে আইন পাস করা হয়েছিল। রাজ্য সরকারগুলিকে অবশ্যই সেই অনুযায়ী কাজ করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাজনৈতিক ইস্যু বানাবেন না। কঠোর আইন প্রয়োজনীয়, কিন্তু কড়া পদক্ষেপ আরও জরুরি। পশ্চিমবঙ্গ সরকার পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছে।'
রিজিজুর সুরে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দু অধিকারীরও। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের মুখোশ খুলে দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী। রাজ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট ও পকসো কোর্ট গড়ে তুলতে সরকারের ঢিলেঢালা মনোভাব স্পষ্ট করেছেন কিরেন রিজিজু। চিঠি লেখা সত্ত্বেও মহিলা ও শিশুদের দ্রুত বিচারের বিষয়টি এড়িয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সবাই জানে, মুখ্যমন্ত্রী যা করছেন, সবই নজর ঘোরানোর চেষ্টা।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: R G Kar Doctor Death: বিচার হচ্ছে না কেন বলছেন, বিচার করছে না বলুন: মীনাক্ষী মুখোপাধ্যায়