শিবাশিস মৌলিক, সমীরণ পাল, সুনীতদা হালদার, হাওড়া: বাংলায় সংগঠন শক্তিশালী করতে উদ্যোগী বিজেপি (BJP)। রাজ্যে এলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। হাওড়ায় (Howrah News) একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর। হাওড়া শরৎ সদনে সাংগঠনিক বৈঠক করবেন স্মৃতি ইরানি। রবিবার হাওড়ার রামরাজাতলায় (Ramrajatala Temple) সবার আগে রাম মন্দির দর্শনে যান তিনি। সেখানে পুজো দেন।
এ দিন মন্দির থেকে বেরিয়ে স্মৃতি বলেন, "বাংলায় রামরাজ্য গড়ে তোলার পরিকল্পনা রয়েছে আমাদের, যেখানে সবাই ন্যায় পাবেন, সকলের কল্যাণ হবে। বাংলার সব মানুষ, সব পরিবারের জন্য সুখ এবং সমৃদ্ধি প্রার্থনা করলাম।"
হাওড়ায় পুজো দিলেন স্মৃতি
রবিবার স্মৃতি রামরাজাতলায় পৌঁছলে স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান বিজেপি-র নেতা-কর্মীরা। এর পর সটান রাম মন্দিরে ঢুকে যান স্মৃতি। ভক্তিভরে সেখানে পুজো সারেন। সোমবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশনের উদ্বোধনেও তিনি থাকবেন। মেট্রো স্টেশনের উদ্বোধনে স্মৃতির উপস্থিতির কথা আগেই জানিয়েছিল কেন্দ্র।
যদিও এই নিয়ে বিতর্কও দেখা দেয়। শিয়ালদা মেট্রোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না জানানোয় তুঙ্গে ওঠে তৃণমূল-বিজেপি তরজা। তাতে আরও ইন্ধন জোগান বিদজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, "ঠিক করেছে কেন্দ্রীয় সরকার, কোনওদিন যেন না ডাকে। কেন্দ্রের টাকা নিয়ে সৌজন্য দেখানো হয় না। বিরোধী নির্বাচিত প্রতিনিধিদের তৃণমূল কোনও অনুষ্ঠানে ডাকে না।" পাল্টা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "রাজ্যের টাকাই রাজ্য পায়, ভিক্ষা চাইছে না। স্বেচ্ছাচারিতা করছে কেন্দ্র, পাল্টা ফিরহাদ হাকিম।" পরে যদিও মমতা এবং ফিরহাদকে আমন্ত্রণ জানানো হয়।
আরও পড়ুন: Amarnath Disaster: হড়পা বানের জের, লেদার কমপ্লেক্সের ৮০ জন পুণ্যার্থী আটকে অমরনাথে
আগামী ১১ জুলাই, সোমবার শিয়ালদা মেট্রোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি, খবর সূত্রের। ১৪ জুলাই, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাবে যাত্রী পরিষেবাও। এটি ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East Wesr Metro) একটি অংশ। আপাতত সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। যাত্রাপথে শিয়ালদা স্টেশন জুড়ে যাওয়ায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রী সংখ্যা অনেকটাই বাড়বে বলে মেট্রো কর্তৃপক্ষের আশা।
মেট্রো স্টেশন ঘিরেও তরজা
মেট্রো সূত্রে খবর, শিয়ালদা স্টেশনের উদ্বোধন হলে যাত্রীদের যেমন সুবিধা হবে, তেমনি আয় বাড়বে মেট্রোর। প্রসঙ্গত, শিয়ালদায় মাটির ১৬.৫ মিটার নীচে রয়েছে মেট্রোর লাইন। রয়েছে মোট ৩টি প্ল্যাটফর্ম। স্টেশনে থাকছে ৯টি সিঁড়ি, ১৮টি এসক্যালেটর। যাতায়াতের সুবিধার জন্যে থাকছে মোট ৫টি লিফট। যাত্রীদের সুবিধার জন্য রয়েছে ২৭টি টিকিট কাউন্টার। এর মধ্যে বেশ কিছু টিকিট কাউন্টার বিশেষভাবে সক্ষমদের জন্য তৈরি করা হয়েছে।