বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে (Anganwadi) গিয়ে শিশুর অস্বাভাবিক মৃত্যু পাঁশকুড়ায়। ডোবা থেকে উদ্ধার মৃতদেহ। খেলতে গিয়ে জলে পড়ে শিশুটির মৃত্যু (Child Death) হয়েছে বলে অনুমান পুলিশের। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পাল্টা পরিবারের ঘাড়েই দায় ঠেলেছেন শিক্ষিকা।


শিশুমৃত্যুতে ধুন্ধুমার


রোজকার মতো, আত্মীয়র হাত ধরে স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার আনতে গিয়েছিল আড়াই বছরের শিশু। আর বাড়ি ফিরে এল না সে। ডোবা থেকে উদ্ধার হল ফুটফুটে শিশুর নিথর দেহ। ঘটনা ঘিরে ধুন্ধুমার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার দোকাণ্ডা গ্রামে।


মর্মান্তিক এই ঘটনার প্রতিবাদে শিশুর মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পুলিশের গাড়ি ঘিরে চলে বিক্ষোভ। ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন পাঁশকুড়া ব্লকের বিডিও। 


কিন্তু কীভাবে ঘটল এই মর্মান্তিক ঘটনা? 


এমন ঘটনা ঘটল কীভাবে? শিশুর পরিবারের দাবি, আত্মীয়র সঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়েছিল শিশু। সকলের নজর এড়িয়ে সেখান থেকে বেরিয়ে যায় সে। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। পরে স্থানীয় একটি ডোবা থেকে উদ্ধার হয় শিশুটির মৃতদেহ। এরপরই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। মৃত শিশুর প্রতিবেশীর দাবি, পুরোটাই শিক্ষিকার গাফিলতি।


নজরদারির অভিযোগ অস্বীকার করে পরিবারের ঘাড়েই দোষ চাপিয়েছেন শিক্ষিকা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা অনিমা কর বলেন, 'ওই বাচ্চাটি পরিবারের সঙ্গে এসেছিল। শুধুমাত্র স্কুল থেকে খাওয়ার পায়। ও বাড়ি থেকে আসবে খাওয়ার নেবে চলে যাবে। খেলতে খেলতে বাইরে চলে গেছে। এরপর কী হয়েছে তার জানি না।'


আরও পড়ুন: TET Agitators: অনশন-আন্দোলনেও বদলাল না সিদ্ধান্ত, আবেদনের জন্য পোর্টাল চালু পর্ষদের


অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, খেলতে খেলতে কোনওভাবে নজর এড়িয়ে ডোবায় পড়ে মৃত্যু হয়েছে শিশুর। সন্তানশোকে বাক্‍রুদ্ধ পরিবার। অসুস্থ হয়ে পড়েন শিশুটির মা। তাঁকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।


অন্যদিকে, জলে ডুবে মৃত্যুর ঘটনা সম্প্রতি বেশ কয়েক জায়গায় ঘটেছে। ময়ূরাক্ষী (mayurakshi) নদীতে (river) স্নান করতে গিয়ে কিছুদিন আগে একসঙ্গে তলিয়ে (drown) যান ২ যুবক। সাঁইথিয়া (sainthia) থানার অন্তর্গত দেরিয়াপুর গ্রাম পঞ্চায়েতের বৈদ্য়পুর গ্রামের ঘটনা। বিপর্যয়ের খবরে আতঙ্কে ছিলেন গ্রামবাসীরা। জলে ডুবুরি নামিয়ে দুজনের তল্লাশি করে বিপর্যয় মোকাবিলা দফতর।