মুম্বই: কেবল অভিনয় নয়, বলিউডের অন্যতম নৃত্যশিল্পী হিসেবেও নজর কেড়েছেন তিনি । ক্যাটরিনা কইফ (Katrina Kaif)। চিকনি চামেলি (Chikni Chameli) থেকে শুরু করে শীলা (Sheela), কমলী (Kamli), একের পর এক আইটেম নম্বরে জুড়ি মেলা ভার ক্যাটরিনার। তবে এই অভিনেত্রী নাকি তাঁর প্রথম জীবনে নাচ করতেই পারতেন না!
সামনেই মুক্তি পাচ্ছে ক্যাটরিনার নতুন ছবি 'ফোন ভূত' (Phone Bhoot)। আর এই ছবির প্রচারে এসেই নাচ নিয়ে জীবনের অতীত অভিজ্ঞতার কথা বললেন ক্যাট। অভিনেত্রী জানান, প্রথম যখন তিনি বলিউডে ছবি করতে পার রেখেছিলেন, নাচ ছিল তাঁর আয়ত্তের বাইরে। নিজেকে কখনোই ভাল নৃত্যশিল্পী মনে হত না তাঁর। এমনকি ফারহা খান নাকি ক্যাটরিনাকে সবসময় বলতেন তাঁর নাচের মুদ্রা ও ভঙ্গিমা আরও পরিস্কার করতে।
আরও পড়ুন: Diwali 2022: বরুণ-অনন্যা-আদিত্য-ভিকি-কার্তিক! কৃতী শ্যাননের দিওয়ালি পার্টিতে চাঁদের হাট
কিন্তু সেই ক্যাটরিনাও কিভাবে হয়ে উঠলেন বলিইডের প্রথম সারির নৃত্যশিল্পী? অভিনেত্রী বলছেন, তাঁর মধ্যে প্রথম নাচ করার বিশ্বাস এনেছিলেন কোরিওগ্রাফার বসকো মার্তিজ (Bosco Martis)। তিনিই নাকি প্রথম ক্যাটরিনাকে বলেছিলেন, তিনি একজন যথেষ্ট ভাল নৃত্যশিল্পী। তাঁর মধ্যে প্রতিভা রয়েছে। কেবল নিজের প্রতিভাকে ঘষামাজা করতে হবে ক্যাটরিনাকে। পরিশ্রম করতে হবে।
ক্যাটরিনা শেষে যোগ করেন, বসকোর কথা ও নিয়মিত পরিশ্রমের ফলেই নিজের ওপর আত্মবিশ্বাস জন্মায় ক্যাটরিনার। তিনি বিশ্বাস করতে শুরু করেন, নাচ করতে পারেন তিনি। তারপরেই বদলে যায় সবটা। বলিউড পায় এক নতুন নায়িকাকে, নতুন ক্যাটরিনাকে।