মেলবোর্ন: রবিবারই মেলবোর্নে ভারত ও পাকিস্তানের (IND vs PAK) মহারণ। তার আগেই ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। তবে ম্যাচের দিন দু'য়েক আগেই পাক শিবিরে ধাক্কা। মেলবোর্নে অনুশীলনের সময় মাথায় বল দিয়ে আঘাত পেলেন তারকা পাক ব্যাটার। তার জেরে তড়িঘড়ি তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হল। এর ফলেই তাঁর ভারতের বিরুদ্ধে রবিবার মাঠে নামা নিয়ে প্রবল সংশয়।


অনুশীলনে চোট


৩৩ বছর বয়সি পাকিস্তান টপ অর্ডার ব্যাটার শান মাসুদ (Shan Masood) শুক্রবারই (২১ অক্টোবর) মেলবোর্নের এমসিজিতে অনুশীলন করার সময় মাথার ডান দিকে চোট পান। ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য গোটা পাকিস্তান দলের সঙ্গেই তিনি এদিন অনুশীলন সারছিলেন। সেই সময়ই ঘটে এই দুর্ঘটনা। কোনওরকম ঝুঁকি না নিয়ে আধিকারিকরা তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। পাকিস্তান বোর্ডের তরফে শান মাসুদের চোটের আপডেটও দেওয়া হয়। আপডেটে জানানো হয়েছে মাসুদের পরিস্থিতি স্বাভাবিক। সিটি স্ক্যানেও তেমন কোনও চিন্তার বিষয় ধরা পড়েনি। বর্তমানে তাঁর কোনওরকম উপসর্গও নেই।


শনিবার কনকাশন পরীক্ষা


তবে তা সত্ত্বেও মাসুদের ভারতের বিরুদ্ধে ম্যাচে মাঠা নামা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কাল আবারও মাসুদের কনকাশন পরীক্ষা করা হবে। তারপরেই তাঁর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মাসুদ পাকিস্তানের হয়ে হালে তিন নম্বরে ব্যাট করেছেন। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করার পরেই, তিনি পাকিস্তান দলে সুযোগ পান। নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে মাসুদকেই তিন নম্বরে খেলানো হয়। যদিও তিনি ৬৪ রানের বেশি করতে পারেননি। তবে তাঁকেই সম্ভবত ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে তিন নম্বরে ব্যাট করতে দেখা যেত। মাসুদ যদি সময়ে ফিট না হয়ে উঠতে পারেন, তাহলে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে তিন নম্বরে সুযোগ পেতে পারেন ফখর জামান। তিনি গত বিশ্বকাপেও পাকিস্তানের হয়ে তিন নম্বরে ব্যাট করেছেন।


তবে ভারত ও পাকিস্তানের ম্যাচের দিন বরুণদেব বিঘ্ন ঘটাতে পারেন। রবিবার, ২৩ অক্টোবর মেলবোর্নে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মেলবোর্নে রবিবার বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলায় কোনও রিজার্ভ ডে নেই। তাই বৃষ্টিতে খেলা শুরু করা না গেলে ম্যাচ পরিত্যক্ত বলেই ঘোষণা করা হবে। অন্তত ৫ ওভার ম্যাচ হতেই হবে। বৃষ্টিতে ভারত-নিউজিল্যান্ড প্রস্তুতি ম্যাচ ভেস্তে গিয়েছে। পণ্ড হয়েছে পাকিস্তান-আফগানিস্তান ওয়ার্ম আপ ম্যাচও। দুই দেশের ক্রিকেটপ্রেমীদের প্রার্থনা, ২৩ তারিখ যেন প্রকৃতি বাদ না সাধে। যেন ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে উত্তেজক লড়াই দেখার সুযোগ থেকে বঞ্চিত না হন ক্রীড়াপ্রেমীরা।


আরও পড়ুন: আয়ার্ল্যান্ডের কাছে ৯ উইকেটে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ