সাঁইথিয়া: ফের ট্রেন দুর্ঘটনা। সাঁইথিয়া স্টেশন (Sainthia Station) ঢোকার মুখে ব্রিজের সঙ্গে প্যান্টোগ্রাফ (Pantograph) আটকে গিয়ে বিপত্তি। ফের দুর্ঘটনার কবলে পড়ল সরাইঘাট এক্সপ্রেস (Saraighat Express)। প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে রইল আপ সরাইঘাট এক্সপ্রেস। সোমবার ট্রেনটি হাওড়া থেকে সরাইঘাট যাচ্ছিল। সেই সময়ে সাঁইথিয়া স্টেশনে কাছে রেল ব্রিজের নিচে ইঞ্জিনের প্যান্টোগ্রাফ আটকে যায়। সন্ধে ৭টা নাগাদ স্টেশনে ঢোকার সময় ব্রিজের সঙ্গে প্যান্টোগ্রাফ আটকে যাওয়ায় দাঁড়িয়ে যায় আপ সরাইঘাট এক্সপ্রেস। পরে অন্য ইঞ্জিন এনে ট্রেন পিছিয়ে আনার পরে রাত সাড়ে ৮টা নাগাদ সাঁইথিয়া স্টেশন ছাড়ে আপ সরাইঘাট এক্সপ্রেস।                                                                                                          


এর আগেও একই বিপত্তি: সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে যায় পূর্ব বর্ধমানের বনপাশ স্টেশনে ঢোকার মুখে। এ দিন সন্ধে ৬ থেকে রেল গেট আটকে দাঁড়িয়ে হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। রেল যাত্রীদের পাশাপাশি দুর্ভোগে পড়ে সড়ক পথের যাত্রীদেরও। যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করে ফের গন্তব্যে রওনা দেয় ট্রেন। 


আতঙ্কের রেল সফর যেন কাটছেই না। বারবার ভেঙে পড়ছে প্যান্টোগ্রাফ। এর আগে আপ কোল ফিল্ড এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি ঘটেছিল। সালকিয়া-বামুনগাছি ব্রিজের কাছে দাঁড়িয়ে রইল আপ কোল ফিল্ড এক্সপ্রেস (Coal Field Express ) । চূড়ান্ত দুর্ভোগের শিকার হন রেলযাত্রীরা।


বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার স্মৃতি এখনও স্পষ্ট। এরই মধ্যে ফের রেলযাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়। ফের সপ্তাহের কাজের দিনে ব্যাহত হল রেল পরিষেবা। প্যান্টোগ্রাফ ছিঁড়ে অফিস টাইমে পুরোপুরি বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ রইল ট্রেন চলাচল। আটকে রইলেন যাত্রীরা। 


রেল সূত্রে খবর, এর আগেরবার এদিন আপ কোল ফিল্ড এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। সালকিয়া-বামুনগাছি ব্রিজের কাছে দাঁড়িয়ে পড়ে আপ ট্রেন। শুরু হয় মেরামতির কাজ। ঘটনায় পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, 'ঘটনায় কেউ আহত হননি, যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে'।