সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: বিতরণের জন্য বই রাখা হয়েছিল ইসলামপুরের (Islampur ) প্রাথমিক শিক্ষা দফতরের গোডাউনে (Primary Education Department Godown)। রাতারাতি উধাও হয়ে গেল লক্ষাধিক সরকারি পাঠ্যবই। পরিদর্শকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অস্থায়ী স্টোর কিপার (Store Keeper Arrested)।
উধাও লক্ষাধিক বই, গ্রেফতার অস্থায়ী স্টোর কিপার
প্রাথমিক শিক্ষা দফতরের গোডাউন থেকে উধাও ২ লক্ষ বই। গ্রেফতার করা হল অস্থায়ী স্টোর কিপারকে। এই ঘটনা ঘিরে শোরগোল উত্তর দিনাজপুরের ইসলামপুরে। সূত্রের খবর, রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে নিম্ন প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সরকারি পাঠ্যবই জেলায় জেলায় পাঠানো হয়েছিল। ইসলামপুর মহকুমায় পাঠানো হয় প্রায় ২ লক্ষ ১৫ হাজার বই। বুধবার, শিক্ষা দফতর থেকে বই সংগ্রহ করেন স্টোরের দায়িত্বে থাকা অস্থায়ী কর্মী ভীম মণ্ডল।
২ জানুয়ারি থেকে স্কুলে স্কুলে বইগুলি বিতরণের নির্দেশ পেয়ে পরিদর্শনে যান জেলার অবর বিদ্যালয় পরিদর্শক। কিন্তু স্টোর খুলতেই চক্ষু চড়কগাছ! কয়েকদিন আগেই পাঠানো ২ লক্ষের বেশি বই উধাও হয়ে গিয়েছে। পরিদর্শকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অস্থায়ী স্টোর কিপারকে।
ইসলামপুরের অবর বিদ্যালয়ের পরিদর্শক শুভঙ্কর নন্দী বলেন, 'বই উধাওয়ের ঘটনাটি থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি জেলা শিক্ষা দফতর, জেলা প্রশাসন এবং রাজ্য শিক্ষা দফতরকেও জানিয়েছি।'
শিক্ষা দফতরের গোডাউন থেকে উধাও লক্ষাধিক বই। উত্তর দিনাজপুরের এবিপিটিএ-র সদস্য রঘুপতি মুখোপাধ্যায় বলেন, 'পাঠ্যবই উধাওয়ের ঘটনা সংগঠিত অপরাধ করা হয়েছে। ২০১৯ সালে এই প্রাথমিক শিক্ষা দফতরের গোডাউনে আগুনে ভস্মীভূত হয়েছিল। ঘটনার তদন্ত শুরু হলেও তদন্তের শেষ হয়নি। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া জরুরি।'
আরও পড়ুন: Hooghly: তৃণমূল নেতার উঠোনে রাখা মোটরবাইকে দাউদাউ আগুন, দুর্ঘটনা না প্রতিহিংসা?
পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ইসলামপুরের সভাপতি মৌসুমী নন্দী বলেন, 'বিপুল পরিমাণ পাঠ্যবই কীভাবে উধাও হল পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশি তদন্তে পুরো ঘটনা পরিষ্কার হবে।'
পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার ইসলামপুরে যাচ্ছেন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক।