সুজিত মণ্ডল, নদিয়া : ছ'মাসের এক শিশুকে দেওয়া হয়েছে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন (Expired Vaccine) ! এমনই গুরুতর অভিযোগে শোরগোল শান্তিপুরে। নদিয়ারই স্থানীয় এক শিশু চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ। অবিলম্বে তাঁর লাইসেন্স বাতিল করার দাবি তুলে পুলিশের (Police) কাছে অভিযোগ দায়ের করেছেন শিশুর বাবা। 


ঠিক কী হয়েছে ?


ঘটনাটি শান্তিপুরের হসপিটাল রোড এলাকায়। শান্তিপুর থানার মোড় এলাকার বাসিন্দা সেনাবাহিনীতে কর্মরত কুন্তল রায় তাঁর ছ'মাসের শিশুপুত্রকে টাইফয়েড ও ফ্লু-এর ভ্যাকসিন দেওয়ার জন্য শান্তিপুর হসপিটাল রোড এলাকাই এক ফার্মেসিতে নিয়ে যান। যে মেডিক্যাল ফার্মেসিতেই বসেন অভিযুক্ত চিকিৎসক সুমন সরকার। তাঁর শিশুপুত্রকে মেয়াদ উত্তীর্ণ টাইফয়েডের টিকা দেওয়া হয়েছে বলেই অভিযোগ করেছেন কুন্তল রায়। পাশাপাশি তিনি পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন ওই চিকিৎসকের নামে। ভ্যাকসিন নেওয়ার ঘটনাটি ঘটেছে গত ২৫ ডিসেম্বর। যার পরের দিনই শান্তিপুর থানায় (Shantipur Police Station) ওই চিকিৎসকের নামে অভিযোগ দায়ের করেন অভিযোগকারী।                                     


পুলিশের তরফে গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও শুরু হয়েছে বলেই জানিয়েছে শান্তিপুর থানার পুলিশ।


ভুলস্বীকার ফার্মেসির


শিশুপুত্রের পরিবারের দাবি, যে চিকিৎসক এরকম মারাত্মক ভুল করেন, তাঁর লাইসেন্স অবিলম্বে বাতিল করা হোক। যাতে এমন পরিস্থিতির সামনে আর কাউকে পড়তে না হয়। এদিকে, অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। চিকিৎসের কোনও খোঁজ না পাওয়া গেলেও যে ফার্মেসিতে শিশুটিকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, তারা অবশ্য ,ভুলস্বীকার করে নিয়েছে। ভুলবশত মেয়াদ উত্তীর্ণ টিকা দেওয়া হয়েছে বলেই ভুলস্বীকার করে জানিয়েছে তারা।


আরও পড়ুন- 'বন্দে' উদ্বোধন, যোগ 'গঙ্গে'তে, শুক্রবারের মোদি-সফর নিয়ে সাজো সাজো রব, ঝলকে সফরসূচি


এদিকে, নতুন করে করোনা (COVID 19) নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। সেই আবহে কোভিড চিকিৎসার অন্তর্ভুক্ত হয়েছে নেজাল ভ্যাকসিন (Nasal Vaccine)। বুস্টার ডোজ হিসেবে তা গ্রহণ করতে পারেন সাধারণ মানুষ। কিন্তু আগেই সতর্কতামূলক পদক্ষেপের আওতায় যাঁরা বুস্টার টিকা নিয়ে নিয়েছেন, তাঁদের এই নেজাল ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।