Ola Electric: ওলা ইলেকট্রিক সংস্থা (Ola Electric) চলতি বছর একাধিক দৃষ্টান্ত স্থাপন করেছে। ইতিমধ্যেই এই কোম্পানি ছুঁয়ে ফেলেছে একাধিক মাইলফলক। এই বছর অর্থাৎ ২০২২ সালেও ওলা এস১ এয়ার ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) লঞ্চ করেছে ওলা ইলেকট্রিক সংস্থা। এর পাশাপাশি MoveOS 2- ও লঞ্চ হয়েছে এই বছরই। এর সঙ্গে এই বছর ভারতে প্রায় দেড় লক্ষ ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে ওলা সংস্থা। সম্প্রতি নিজেদের ইলেকট্রিক স্কুটারের জন্য MoveOS 3- এর রল আউট শুরু করেছে সংস্থা। ইতিমধ্যে প্রায় ৯০ শতাংশ ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে নতুন অপারেটিং সিস্টেমের রোল আউট করা হয়ে হয়ে গিয়েছে। এবার বছর শেষে ওলা ইলেকট্রিকের প্রতিষ্ঠাতা এবং সিইও ভাবিশ আগরওয়াল তাঁদের সংস্থার আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের পরিকল্পনা প্রকাশ্যে এনেছেন। 


একটি ব্লগ পোস্টে ওলা ইলেকট্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছর আরও বেশ কিছু নতুন ইলেকট্রিক ভেহিকেল লঞ্চের পরিকল্পনা রয়েছে তাদের। ভাবিশ আগরওয়াল জানিয়েছেন, ওলা কোম্পানির পরিকল্পনা হল একটি মাস-মার্কেট স্কুটার, একটি মাস-মার্কেট মোটরসাইকেল এবং বেশ কিছু প্রিমিয়াম মোটরসাইকেল লঞ্চ করা। ২০২৩ এবং ২০২৪ সালে আরও বেশি দু'চাকার ইলেকট্রিক যান লঞ্চ করবে। প্রিমিয়াম মোটরসাইকেলের তালিকায় থাকবে স্পোর্টস, ক্রুজার, অ্যাডভেঞ্চার এবং রোড বাইক। টু-হুইলারের পাশাপাশি চার চাকার ইলেকট্রিক গাড়ি লঞ্চের পরিকল্পনাও রয়েছে ওলা ইলেকট্রিক সংস্থার। ভাবিশ আগরওয়াল চলতি বছর শুরুর দিকে একবার ওলার ইলেকট্রিক গাড়ি সম্পর্কে কথা বলেছিলেন। একটি টিজারও প্রকাশ্যে এসেছিল। এবার শোনা গিয়েছে, ওলার প্রথম ইলেকট্রিক গাড়ি লঞ্চ হতে চলেছে ২০২৪ সালে। এর পাশাপাশি ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে ৬টি আলাদা প্রোডাক্ট বাজারে লঞ্চ করার পরিকল্পনা রয়েছে ওলা ইলেকট্রিক কর্তৃপক্ষের। তবে আগামী দু' থেকে তিন বছর অনেক ইলেকট্রিক ভেহিকেল লঞ্চের পরিকল্পনা থাকলেও কবে কোন ধরনে ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ করা হবে, সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কোনও তথ্য দেয়নি ওলা ইলেকট্রিক সংস্থা।


অটো এক্সপো ২০২৩ 


দুই বছরের ব্যবধানের পর আগামী বছর আয়োজন হতে চলেছে মেগা অটোমোটিভ শো অটো এক্সপো 2023। ভারতে, সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম) এই অনুষ্ঠানের আয়োজন করে। এই মোটর শোতে অনেক নতুন গাড়ি, বাইক, কনসেপ্ট কারসহ বাণিজ্যিক গাড়ি দেখানো হবে। অটো এক্সপো 2023 আগের মতো ইন্ডিয়া এক্সপো মার্টে অনুষ্ঠিত হবে, যা উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার জেপি গল্ফ কোর্সের কাছে। এর সঙ্গে অটো কম্পোনেন্ট ইন্ডাস্ট্রি দিল্লির প্রগতি ময়দানে অটো এক্সপো-কম্পোনেন্ট শো আয়োজন করবে। অটো এক্সপো ২০২৩ ১৩ জানুয়ারি থেকে শুরু হবে। ১৮ জানুয়ারি শেষ হবে শো। এই ইভেন্টের সময় সাধারণ নাগরিকদের জন্য ১৪ ও ১৫ জানুয়ারি সকাল ১১ টা থেকে ৮ টা, ১৬ ও ১৭ জানুয়ারি সকাল ১১ টা থেকে ৭ টা, ১৮ জানুয়ারি সকাল ১১ টা থেকে ৬ টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন শেষ হওয়ার এক ঘণ্টা আগে প্রবেশ বন্ধ থাকবে।


আরও পড়ুন- বাজেটের মধ্যে বাইক চান, দেখে নিন দেশের সেরা অপশনগুলি


Car loan Information:

Calculate Car Loan EMI