সঞ্চয়ন মিত্র, কলকাতা: সেঞ্চুরি হাঁকিয়েছে টম্যাটোর দাম। একশো ছাড়িয়ে দেড়শোর কাছে পৌঁছে গিয়েছে। একইভাবে দাম বাড়ছে বেগুনের। শহর থেকে জেলা ঊর্ধ্বমুখী সবজির দাম। হাত দিলেই লাগছে ছ্য়াঁকা। বিক্রেতারা বলছেন ফসল নষ্ট হওয়ার জন্যই এই পরিস্থিতি।


মানিকতলা বাজারে:



  • বেগুন- ১৫০ টাকা কিলো/ ১০০-১২০ টাকা কিলো

  • টম্যাটো- ১২০ টাকা কিলো

  • উচ্ছে- ১০০ টাকা কিলো

  • করলা- ১০০ টাকা কিলো

  • ঢ্যাঁড়স- ৮০ টাকা কিলো

  • পটল- ৫০- ৬০ টাকা কিলো

  • শসা- ৭০-৮০ টাকা কিলো

  • পেঁপে- ৪০ টাকা কিলো


কিন্তু কেন বাড়ছে দাম?


এবার প্রায় সাত দিন পরে বর্ষা ঢুকেছে বঙ্গে। তার আগে প্রখর দাবদাহের সাক্ষী থেকেছে বঙ্গবাসী। বেশ কিছু জেলায় তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল ৪০-এর বেশি। এই পরিস্থিতিকেই দায়ী করছেন বিক্রেতারা। বিক্রেতাদের দাবি, "খুব গরমের জন্যই এই অবস্থা। মাঠেই শুকিয়ে গিয়েছে ফসল। যার জন্য এই পরিস্থিতি।''


মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল: হাওয়া অফিস বলছে, গোটা রাজ্যে বর্ষা ঢুকে পড়েছে। আর এই আবহাওয়ায় গরম ধোঁয়া ওঠা খিচুড়ি সঙ্গে ডিম ভাজা, অধিকাংশ ভোজন রসিকেরই প্রিয় খাবার। কিন্তু হাতের কাছে সহজ প্রোটিন পুষ্টিও চলে যাচ্ছে নাগালের বাইরে। ক্রমশ বাড়ছে ডিমের দাম। খুচরো বাজারে এক পিস মুরগির ডিম কিনতে হচ্ছে ৭টাকা দিয়ে। এ মাসের গোড়াতেও যা ছিল ৬টাকার গণ্ডি। খুচরো বাজারে হাঁসের ডিমের দাম ছুঁয়েছে ১২ টাকা।


আবহাওয়ার আপডেট: সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গে আজও হালকা-মাঝারি বৃষ্টি চলবে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে। কাল থেকে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ২-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তাপমাত্রার সঙ্গে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। অন্যদিকে, উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা। আগামী কয়েকদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। ৭০-২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। জলস্তর বাড়বে তিস্তা, তোর্সা, জলঢাকা, সঙ্কোষে।


আরও পড়ুন: Air Conditioner: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?