কলকাতা: এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন বিশ্বভারতীর উপাচার্য (Viswabharati HC) বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty)। জরিমানা দিতে হবে এক লক্ষ টাকা, ডিভিশন বেঞ্চেও নির্দেশ বহাল। ২০২১-এ এ সহকারী অধ্যাপককে চাইল্ড কেয়ারের জন্য ছুটি মঞ্জুর করেন অধ্যাপক দেবতোষ সিন্হা

  


কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন বিশ্বভারতীর (Viswa Bharati) উপাচার্য (VC) বিদ্যুৎ চক্রবর্তী। জরিমানা দিতে হবে এক লক্ষ টাকা, ডিভিশন বেঞ্চেও বহাল থাকল নির্দেশ। এনিয়ে প্রতিক্রিয়া মেলেনি উপাচার্যর।


সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা খেলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েক উপাচার্য। বহাল রইল এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ। ঘটনার সূত্রপাত ২০২১ সালে। সূত্রের খবর, বিশ্বভারতীর সহকারী অধ্যাপকের চাইল্ড কেয়ার লিভ মঞ্জুর করেন অধ্যাপক দেবতোষ সিংহ।


এক বছর পর অধ্যাপক সিংহকে চিঠি দিয়ে সতর্ক করে সহকারী অধ্যাপকের ছুটি বাতিল করে দেন উপাচার্য। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakraborty) নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেন অধ্যাপক সিংহ। ২০২২-এর ২১ ডিসেম্বর উপাচার্যর নির্দেশ বাতিল করে দেন বিচারপতি কৌশিক চন্দ। একই সঙ্গে উপাচার্যকে ১ লক্ষ টাকা জরিমানাও করেন। 


সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেন উপাচার্য। ডিভিশন বেঞ্চে আবেদন করেও স্বস্তি পেলেন না বিদ্যুৎ চক্রবর্তী। সিঙ্গল বেঞ্চের এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ রবিবার বহাল রাখল বিচারপতি সুব্রত তালুকদারের (Subrata Talukdar) ডিভিশন বেঞ্চ। এনিয়ে প্রতিক্রিয়া মেলেনি উপাচার্যর। বার বার ফোন করা হলেও ধরেননি বিদ্যুৎ চক্রবর্তী । 


উল্লেখ্য, নাম না করে ফের সুর চড়িয়েছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তিনি বলেন বিশ্বভারতী সোনার ডিম পাড়া হাঁস। ডিম চাইলেও হাঁসের কদর করা হচ্ছে না। বিশ্বভারতীতে অসামাজিকদের তাণ্ডব নৃত্য হয়েছে। যা নিয়ে বাগ্‍যুদ্ধে জড়িয়েছে তৃণমূল-বিজেপি। 


আবারও নাম না করে শাসকদলকে নিশানা করলেন বিদ্যুৎ চক্রবর্তী। সম্প্রতি নোবেল-জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি-বিতর্ককে কেন্দ্র করে রাজ্য় সরকার-বিশ্বভারতীর সংঘাত চরমে পৌঁছেছে। বেনজির ভাষায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাল্টা, হুঁশিয়ারির সুরে জবাব দেন মুখ্যমন্ত্রীও। এই আবহেই নাম না করে ফের সুর চড়ালেন বিশ্বভারতীর উপাচার্য। বিদ্যুৎ চক্রবর্তীর মন্তব্য ঘিরে চরমে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। রাস্তায় পাঁচিল তোলা থেকে শুরু করে বসন্ত উৎসব, পৌষমেলা...  নানা ইস্যুতে বিশ্বভারতীর সঙ্গে রাজ্য় সরকারের সংঘাত লেগেই রয়েছে। সেই সংঘাতের আবহে নতুন মাত্রা যোগ করলেন উপাচার্য। 


আরও পড়ুন: Bankura News:ডাকাতির আগেই অস্ত্র-সহ গ্রেফতার ৩