বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রঞ্জিত সাউ, কলকাতা: দীর্ঘ জল্পনা-কল্পনার পর নিজেদের অবস্থান জানিয়েছে তৃণমূল (TMC)। উপরাষ্ট্রপতি নির্বাচনে (Vice President Election) ভোটদানে অংশ নেবে না তারা। অর্থাৎ বিজেপি (BJP) নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) এবং বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা (Margaret Alva), দু'জনের কাউকেই সমর্থন করবে না বলে জানিয়েছে। সেই নিয়ে বিজেপি বিরোধী শিবিরেই অস্বস্তিতে পড়তে হচ্ছে জোড়াফুল শিবিরকে। ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়েছে সিপিএম (CPM) এবং কংগ্রেস (Congress)। তাদের দাবি, এভাবে আদতে, বিজেপিকে সাহায্য করছে তৃণমূল। যদিও, এই দাবি মানতে নারাজ পশ্চিমবঙ্গের শাসক দল।


উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকছে তৃণমূল


উপরাষ্ট্রপতি নির্বাচনে, কংগ্রেস-সহ ১৭টি বিরোধী দলের প্রার্থীকে সমর্থন করছে না তৃণমূল। সনিয়া গাঁধীকে ইডি’র জিজ্ঞাসাবাদের দিন, মোদি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক প্রতিহিংসাবশত ব্যবহারের অভিযোগে, ১৩টি বিরোধী দল একটি যৌথ প্রতিবাদ পত্র ইস্যু করলেও, তাতেও স্বাক্ষর করেনি তৃণমূল। আর তৃণমূলের এই দু’টি সিদ্ধান্তের পরই আক্রমণাত্মক কংগ্রেস এবং সিপিএম।





বঙ্গ সিপিএম-এর তরফে ট্যুইট করে দাবি করা হয়, 'তৃণমূলের ভোটদানে বিরত থাকা = বিজেপিকে সমর্থন করা... উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপিকে সাহায্যের জন্য ভোটদানে বিরত থাকার দোহাই তৃণমূলের। সীমাহীন দ্বিচারিতা'।


সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "তিন বছর ধরে নবান্ন বনাম রাজভবন যে লড়াই, আসলে সবটাই লোক দেখানো, সেটাও স্পষ্ট হল। আরএসএস যেভাবে চেয়েছিল সবটাই সেভাবেই হল।" প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, "দার্জিলিংয়ের মিটিংয়েই সব ঠিক হয়ে গিয়েছিল...এখন মার্গারেট আলভার নামে বাজে কথা বলে ধনকড়ের সুবিধা করে দিল।"



আরও পড়ুন: CBSE Class 12 Toppers 2022: পাঁচশোয়... পাঁচশো! সিবিএসই দ্বাদশে তাক লাগানো রেজাল্ট দুই কন্যের


এ নিয়ে শুক্রবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে ট্যুইট করেন মার্গারেটও। তাঁর বক্তব্য, 'উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত হতাশাজনক। এটা দোষারোপ, ইগো বা রাগ দেখানোর সময় নয়। এটা সাহস সাহসের সঙ্গে নেতৃত্ব দেওয়া এবং একজোট হওয়ার সময়। আমি বিশ্বাস করি, সাহসিকতার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের সঙ্গে থাকবেন'। 
যদিও তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, "ধনকড় এমনিও জিততেন। তৃণমূল কোনও সুবিধা করে দেয়নি। আগে কংগ্রেসও এমন করেছিল।"


বিজেপি-র সঙ্গে গোপন আঁতাতের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


এর আগে, বৃহস্পতিবার একুশে জুলাইয়ের সমাবেশ থেকে সনিয়া গান্ধীকে ইডির জিজ্ঞাসাবাদ দিনক্ষণ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাই থেকে নজর ঘোরানোর জন্য সনিয়াকে জিজ্ঞাসাবাদ বলে মন্তব্য করেন তিনি। এ নিয়ে রাজ্য় বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষের সুরে বলেন, "কংগ্রেস বুঝুক কে পার্টনার! যে বিশ্বাস করেছে, সেই ধাক্কা খেয়েছে।" সব মিলিয়ে উপ রাষ্ট্রপতি ভোট ঘিরে তুঙ্গে রাজনৈতিক বাগযুদ্ধ।