নয়াদিল্লি : পাঁচশোতে একদম পাঁচশোই! প্রকাশিত হয়েছে CBSE দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল। যেখানে ৫০০-তে ৫০০ পেয়েছে উত্তরপ্রদেশের দুই কন্যে। পারফেক্ট ফাইভ হান্ড্রেড স্কোর করে যুগ্ম প্রথম যুবাক্ষী ভিজ (Yuvakshi Vig) ও তনয়া সিংহ (Tanya Singh)। প্রসঙ্গত, এবারের সিবিএসই দ্বাদশের পরীক্ষায় বসা পড়ুয়াদের মধ্যে ৯২ দশমিক ৭১ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। বোর্ডের তরফে জানানো হয়েছে, ৯৫ শতাংশের বেশি পেয়েছেন ৩৩ হাজার পরীক্ষার্থী। ৯০ শতাংশের বেশি পেয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার পরীক্ষার্থী। ছাত্রীদের পাসের হার ছাত্রদের তুলনায় বেশি।
পাঁচশোয় পাঁচশো পাওয়া দুই ছাত্রীকে ঘিরে উন্মাদনা তাঁদের স্কুলেও। নয়ডার অ্যামিটি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী যুবাক্ষী ভিজ। দেশের মধ্যে সিবিএসই-র দ্বাদশের সেরা যুবাক্ষীর বিষয় ছিল ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সাইকোলজি ও অঙ্কন। যুবাক্ষী ছাড়াও পাঁচশোয় পাঁচশো পেয়ে দেশে মধ্যে যুগ্ম প্রথম হয়েছে বুন্দেলশহরের দিল্লি পাবলিক স্কুলের ছাত্রী তনয়া সিংহ। ওই স্কুলেরই ভূমিকা গুপ্তা পেয়েছেন ৪৯৯।
তনয়া সিংহ
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তনয়া জানিয়েছে, দীর্ঘক্ষণ পড়াশোনা করাই সাফল্যের চাবিকাঠি নয়, বরং যতক্ষণ পড়াশোনা করছি, সেই সময়টা সমস্ত মনোযোগ দিয়ে পড়াটাই আসল। ভবিষ্যতে চিকিৎসক বা ইঞ্জিনিয়ার নয়, দেশের সেবা করার জন্য সিভিল সার্ভিসে যোগ দেওয়াই স্বপ্ন সিবিএসই দ্বাদশে এবারে দেশের সেরা তনয়ার।
যুবাক্ষী ভিজ
সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন , ইতিমধ্যেই দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের ফলপ্রকাশ করেছে। ছাত্র- ছাত্রীরা সিবিএসইরেজাল্টস.নিক.ইন এবং রেজাল্টস.নিক.ইন (cbseresults.nic.in and results.cbse.nic.in) ওয়েবসাইটেও যাবতীয় তথ্য মিলবে। জানা গিয়েছে, চলতি বছরে রেজিস্ট্রার্টড পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪,৪৪৩,৪২ জন। উত্তীর্ণ হয়েছে, ১৪৩৫৩৬৬ জন। ১৩৩০৬৬২ জন পাশ করেছেন। । তবে চলতি বছরে পাশের হার কুড়ি সালের থেকে অপেক্ষাকৃত ভাল এসেছে। কারণ ২০২০ সালে ৮৮.৭৮ শতাংশ পাশের হার এসেছিল। চলতি বছরে সিবিএসই দ্বাদশ শ্রেণিতে ৯২.৭১ শতাংশ ছাত্র -ছাত্রী পাশ করেছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- কলা শাখায় ৯৯ শতাংশ নম্বর, সিবিএসই দ্বাদশে তাক লাগালেন সাউথ পয়েন্টের ওভিয়া রায়
Education Loan Information:
Calculate Education Loan EMI