কলকাতা: রবিবার সাধারণত কলকাতা থেকে শুরু করে শহরতলির রাস্তায়, যানজট কিছুটা হলেও কম থাকে। কাজের দিন না হওয়ার কারণে, এদিন রাস্তায় গাড়ি বেশ কম থাকে। তবে এই রবিবার, ১৬ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার কারণে, রাস্তায় যানবাহনের চাপ বাড়তে পারে। প্রসঙ্গত, গতকাল ও দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল হুগলি সেতু। আরহ আজও, মেরামতির জন্য ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু।

Continues below advertisement

পুলিশের তরফে জানানো হয়েছে, আজ মেরামতির জন্য ১৬ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। আজ ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। 'কেবল ও বিয়ারিং মেরামতির কাজ করবে HRBC কর্তৃপক্ষ', নির্দেশিকা জারি করেছে হাওড়া সিটি পুলিশ। কলকাতা থেকে হাওড়া, আজ যানবাহন চালানো হবে ঘুরপথে। শহরতলির সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সেতু এই দ্বিতীয় হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতু। রবিবার ছুটির দিন এই ব্রিজ বন্ধ থাকার ফলে গাড়ি চলাচলে নিঃসন্দেহে বেশ কিছুটা সমস্যা তৈরি হতে পারে। যানজটের সৃষ্টি হতে পারে। ধীর গতিতে চলাচল করবে গাড়ি। অন্যান্য রাস্তার ক্ষেত্রেও যানজট তৈরি হতে পারে। তবে যাত্রীদের যাতে ভোগান্তি না হয়, সেই জন্য তৎপর থাকবে পুলিশ প্রশাসন, তেমনটাই জানানো হয়েছে।

যেসময় দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিবেকানন্দ সেতু বন্ধ থাকবে, সেই সময় কোন কোন বিকল্প পথে চলবে যানবাহন, তাও জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে। 

Continues below advertisement

১। জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড দিয়ে যে সমস্ত গাড়ি আসবে, সেগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এইসব গাড়ি সেন্ট জর্জেস রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া সেতুর পথ ধরতে পারবে। 

২। যে গাড়িগুলি জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে আসবে, সেগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। 

৩। সিজিআর রোড দিয়ে খিদিরপুরের দিক থেকে আসা গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে হেস্টিংস ক্রসিংয়ের বাঁ দিকে দিয়ে। 

৪। কেপি রোডের দিক থেকে আসা সব গাড়িই ঘুরিয়ে দেওয়া হবে ১১ ফার্লং গেটের দিকে। ওয়াই পয়েন্ট দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে গাড়িগুলি এবং ১১ ফার্লং গেটের দিক থেকে রেড রোড ধরে হাওড়া ব্রিজে যেতে পারবে গাড়িগুলি।