Palash Muchhal : সঙ্গীত নির্মাতা এবং গায়ক পলাশ মুচ্ছলের নামে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে কয়েকদিন আগেই। এবার সেই অভিযোগকারীর বিরুদ্ধেই মানহানির মামলা করলেন পলাশ। শোনা যাচ্ছে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছেন তিনি। পলাশের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ এনেছেন মারাঠি অভিনেতা এবং প্রযোজক বিদ্যন মানে। এই ব্যক্তির বিরুদ্ধেই মানহানির মামলা করেছেন পলাশ মুচ্ছল। 

Continues below advertisement

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পলাশ জানিয়েছেন, তাঁর আইনজীবী শ্রেয়াংশ মিথারে মারফত ১০ কোটি টাকার একটি মানহানির মামলার নোটিস পাঠানো হয়েছে বিদ্যন মানে- র কাছে। পলাশের দাবি, বিদ্যন তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যে। পলাশের আরও দাবি, তাঁর চরিত্র এবং সুনাম নষ্ট করার জন্যই এ ধরনের জঘন্য এবং মানহানিকর অভিযোগ আনা হয়েছে। আর তাই বিদ্যন মানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন পলাশ।                                        

বিদ্যন মানে যে শুধু পলাশের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছেন তা নয়, স্মৃতি মান্ধানাকেও পলাশ ঠকিয়েছিলেন বলে দাবি করেছেন এই যুবক। প্রসঙ্গত উল্লেখ্য, সূত্রের খবর, স্মৃতি মান্ধানার ছোটবেলার বন্ধু হন এই বিদ্যন মানে। সম্প্রতি বিদ্যন বিস্ফোরক অভিযোগ করেছেন পলাশের বিরুদ্ধে। বিদ্যনের অভিযোগ, বিয়ের আগেই এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর সময় ধরা পড়ে যান পলাশ। 

Continues below advertisement

বিদ্যন দাবি করেছেন, তিনি নাকি পলাশ আর স্মৃতির বিয়েতে উপস্থিত ছিলেন। ২ পরিবারের সবাই যখন বাড়িতে বিয়ের আয়োজন করছেন, যাবতীয় নিয়মকানুন মানা হচ্ছে, সেই সময়েই পলাশ অন্য একটি মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর সময় হাতেনাতে ধরা পড়েন। বিদ্যন প্রকাশ্যে আনেননি, সেই মহিলা কে। তবে বিদ্যন দাবি করেছেন, দৃশ্যটা ছিল ভয়াবহ। পলাশ সেই মহিলার সঙ্গে একেবারে বিছানায় ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিলেন। সেই সময়েই একেবারে হাতেনাতে ধরা পড়েন। গোটা পরিস্থিতি সামনে চলে আসার পরেই বিস্ফোরণ ঘটে! বিদ্যনের দাবি অনুযায়ী, এই ঘটনা দেখার পরেই বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন স্মৃতি। বিদ্যন আরও দাবি করেছেন, গোটা বিষয়টা জানতে পেরে চটে যায় ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রত্যেকেই। বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা দলের সবাই উপস্থিত ছিলেন স্মৃতির বিয়ে উপলক্ষ্যে। পলাশের এই কাণ্ড প্রকাশ্যে আসতেই চটে যান প্রত্যেকেই। পলাশকে নাকি মহিলা দলের ক্রিকেটাররা মিলে মারধর পর্যন্ত করেন।