সুনীত হালদার, হাওড়া: গত সপ্তাহেই ছিল পরিকল্পনা, শেষ মুহূর্তে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। এই সপ্তাহে সাঁতরাগাছি বাস টার্মিনাসে কাজের জন্য রবিবার দিনভর বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে ৬ লেনের এলিভেটেড করিডর তৈরির কাজ চলছে। তার জন্য কোনা এক্সপ্রেসওয়েতে স্টিলের বিম ওঠা-নামা করবে। তার দরুণ , আগামীকাল, রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল। সব রকম গাড়ির জন্যই জারি নিয়ম। কোনও গাড়িই সেদিন দ্বিতীয় হুগলি সেতু দিয়ে গঙ্গাপার হতে পারবে না। যে গাড়িগুলি দ্বিতীয় হুগলি সেতু ধরার কথা, সেই গাড়িগুলি হাওড়া ব্রিজ, নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। বিস্তারিত রুট জানিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক পুলিশ।
- ট্রাফিক পুলিশ সূত্রে খবর, ১৬ নম্বর জাতীয় সড়ক হয়ে কোলাঘাটের দিক থেকে আসা গাড়ি, যেগুলি কোনা এক্সপ্রেসওয়ে বা দ্বিতীয় হুগলি সেতু ধরতে চায়, সেগুলিকে নিতে হবে বিকল্প পথ। কলকাতা যাওয়ার জন্য ধুলাগড়, সলপ, পাকুরিয়া, সিসিআর হতে নিবেদিতা সেতু ধরতে পারবে।
- আবার ডানকুনি দিক থেকে আসা যে গাড়িগুলি কোনো এক্সপ্রেসওয়ে বা দ্বিতীয় হুগলি সেতু ধরতে চায়, সেগুলিকে নিতে হবে নিবেদিতা সেতুই। কলকাতা থেকে হাওড়াগাম গাড়িগুলিকেও তাই করে হবে। কোলাঘাটের দিক থেকে আসা যে সব গাড়ি দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করে থাকে, সেগুলিকেও রবীন্দ্র সেতু বা নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে। পণ্যবাহী যানবাহন ছাড়া অন্য যেসব গাড়ি কোলাঘাট যেতে চায়, সেগুলিকে কাজিপাড়া-জিটি রোড-ব্যাতাইতলা-আন্দুল রোড-আলমপুর হয়ে এনএইচ ১৬ ধরে ধুলাগড়, রানিহাটির রাস্তা ব্যবহার করতে হবে।
- পণ্যবাহী যানবাহন ছাড়া ডানকুনিগামী অন্য যানগুলিকে শৈলেন মান্না সরণি, শানপুর মোড়, হাওড়া আমতা রোড, সলপ, পাকুরিয়া, সিসিআর ব্রিজ ধরতে হবে। নিবরার দিক থেকে আসা সাঁতরাগাছি স্টেশনে যেতে ইচ্ছুক ছোট যানবাহনগুলি জগাছা- মাহিয়ারি রোড ব্যবহার করতে পারবে। কাজিপাড়া থেকে সাঁতরাগাছি স্টেশনে যেতে ইচ্ছুক ছোট যানবাহনগুলি কোনা এক্সপ্রেসওয়ে ব্যবহার করে সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত যেতে পারবে।