মুম্বই: আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup 2025)। আর ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) তাঁদের এশিয়া কাপের অভিযান শুরু করছে আগামী ১০ সেপ্টেম্বর থেকে। সেদিন প্রথম ম্য়াচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। বিসিসিআই যে ১৫ সদস্য়ের দল ঘোষণা করেছে, তার থেকে ১১ জন প্রথম ম্য়াচে আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামবে সূর্যুকুমারের নেতৃত্বাধীন দলটি।
এক নজরে দেখে নেওয়া যাক প্রথম ম্য়াচে কেমন হতে পারে ভারতীয় একাদশ
দীর্ঘদিন পরে কুড়ির ফর্ম্য়াটে জাতীয় দলে ফিরেছেন শুভমন গিল। দলের সহ অধিনায়কও তিনি এই টুর্নামেন্টে। গিলই যে ওপেনিংয়ে নামছেন প্রথম ম্য়াচ থেকেই। এটা মোটামুটি নিশ্চিত। তাঁর সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে অভিষেক শর্মাকে। জাতীয় দলের জার্সিতে কুড়ির ফর্ম্য়াটে গত দেড় বছরে অভিষেকই অটোমেটিক চয়েস ওপেনিংয়ে। সেক্ষেত্রে স্যামসনকে হয়ত বসতে হতে পারে।
মিডল অর্ডারে তিলক বর্মা। তিন নম্বর পজিশনেই খেলে আসছেন সুযোগ পাওয়ার পর থেকে। মুম্বই ইন্ডি.য়ান্সের জার্সিতে আইপিএলেও তিন নম্বরেই খেলেন এই বাঁহাতি ব্যাটার। আন্তর্জাতিক টি-টােয়েন্টিতে শতরানও হাঁকিয়ে ফেলেছেন। চার নম্বরে রয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ৫ নম্বর পজিশনে আছেন জিতেশ শর্মা। তিনি উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলতে নামবেন। অলরাউন্ডার হিসেবে দেখা যাবে হার্দিক পাণ্ড্যকে।
বোলিং ডিপার্টমেন্টে জসপ্রীত বুমরা চোট সারিয়ে ফিরলেও বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ সিরাজকে। আমিরশাহির পরিবেশের কথা মাথায় রেখে বুমরাকে খেলানো হতে পারে। তাঁর সঙ্গে দ্বিতীয় পেসার হিসেব খেলবেন অর্শদীপ সিংহ। এছাড়া স্পিন বোলিং বিভাগে বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবকে খেলানো হতে পারে।
ভারতের সবচেয়ে হাইভোল্টেজ মহারণ পাকিস্তানের বিরুদ্ধে আগামী ১৪ সেপ্টেম্বর। তাই সেই ম্য়াচ দেকার জন্য মুখিয়ে থাকবেন দু দেশের ক্রিকেটপ্রেমীরা। আগামী বছর টি-েটায়েন্টি বিশ্বকাপ রয়েছে। তার আগে প্রস্তুতি হিসেবেই এবারের এশিয়া কাপ কুড়ির ফর্ম্য়াটে করার িদ্ধান্ত নেওয়া হয়েছে। সূর্যকুমার যাদব এই ফর্ম্য়াটে দেশের অধিনায়ক। এদিকে টি-টােয়েন্টি থেকে অবসর নেওয়ায় বিরাট কোহলি ও রোহিত শর্মাকে পাওয়া যাবে না এবারের এশিয়া কাপে।