ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : সদা ব্য়স্ত ও সদা কর্মচঞ্চল, কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দ্বিতীয় হুগলি সেতু ( Second Hooghly Bridge )। স্বাস্থ্য পরীক্ষার পর এই সেতুর রোপ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে হুগলি রিভারব্রিজ কমিশন। শেষমেষ মঙ্গলবারই দ্বিতীয় হুগলি সেতু সংস্কারের জন্য রাত থেকেই যান নিয়ন্ত্রণ করা হবে।
কলকাতা পুলিশের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, চলাচল করতে পারবে, দুচাকার গাড়ি ও ছোট গাড়ি। বড় গাড়ি চলবে ঘুরপথে। যান নিয়ন্ত্রণের জন্য় নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। বম্বে রোড ও দিল্লি রোড থেকে কলকাতাগামী গাড়ি চলবে ঘুরপথে। নিবেদিতা সেতু, ডানলপ, বিটি রোড ও সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে যাতায়াত করবে পণ্যবাহী যান। ফলে উত্তর কলকাতায় যানজটের আশঙ্কা রয়েছে।
১৯৯২ সালে চালু হয় ৮২৩ মিটার দীর্ঘ দ্বিতীয় হুগলি সেতু। যাকে বিদ্যাসাগর সেতুও বলা হয়। স্বাস্থ্য পরীক্ষায় বহু পুরনো এই সেতুর খারাপ অবস্থা ধরা পড়ার পর রোপ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক নজরে বিকল্প রুট
- বিদ্যাসাগর সেতুর জন্য বন্দর এলাকা থেকে আসা HGVS এবং MGV গুলি সেন্ট জর্জেস গেট রোড - স্ট্র্যান্ড রোড - কিংসওয়ে - CR পেতে ক্লাইড রো / সেন্ট জর্জেস গেট রোড ক্রসিং থেকে ডাইভার্ট করা হবে৷ দাস মূর্তি - নেতাজি মূর্তি - সরকার পূর্ব স্থান - এসপ্ল্যানেড রো ইস্ট - এসপ্ল্যানেড ক্রসিং-সিআর এভিনিউ - ভূপেন বোস এভিনিউ - শ্যামবাজার ৫ পয়েন্ট ক্রসিং-টালা ব্রিজ-বিটি রোড-ডানলপ ক্রসিং হয়ে নিবেদিতা সেতু ধরবে।
- বিদ্যাসাগর সেতুর জন্য J&N Island দিক থেকে কেপি রোড ধরে আসা পশ্চিমগামী ভারী এবং মাঝারি পণ্যবাহী যানবাহনগুলিকেও ১১ ফার্লং গেট থেকে ঘুরিয়ে দেওয়া হবে।
- বিদ্যাসাগর সেতুর জন্য এক্সাইড ক্রসিংয়ের দিক থেকে আসা ভারী এবং মাঝারি পণ্যবাহী যানবাহনগুলি (বন্দরগামী ব্যতীত) এক্সাইড ক্রসিং থেকে JL নেহেরু রোড - ডোরিনা ক্রসিং - এসপ্ল্যানেড ক্রসিং- সি আর এভিনিউ - ভূপেন বোস এভিনিউ - শ্যামবাজার ৫ পয়েন্ট ক্রসিং- টালা ব্রিজ বিটি রোড-ডানলপ ক্রসিং হয়ে নিবেদিতা সেতু ধরবে।
- দ্বিতীয় হুগলি সেতুতে ভারী এবং মাঝারি পণ্যবাহী যানবাহন চলাচল (heavy and medium goods vehicular movement) বন্ধ থাকবে ৷ ডি এল খানের দিক থেকে AJC বরাবর আসছে এমন যান গুলিকে এজেসি বোস রোড / ডি এল খান রোড ক্রসিং থেকে হসপিটাল রোড-কেপি রোড-ডাফেরিন রোড - মেয়ো রোড - নেতাজি মূর্তি - গভর্নমেন্টের প্লেস - এসপ্ল্যানেড রো ইস্ট - এসপ্ল্যানেড ক্রসিং - সিআর এভিনিউ ভূপেন বোস এভিনিউ - শ্যামবাজার ৫ পয়েন্ট ক্রসিং - টালা ব্রিজ-বিটি রোড - ডানলপ ক্রসিং হয়ে নিবেদিতা সেতু ধরতে হবে।