কলকাতা: আগামী ১৩ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার ৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। রবিবার সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত সমস্তরকম যানবাহন চলাচল বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (2nd Hooghly Bridge) অর্থাৎ বিদ্যাসাগর সেতুতে। স্বাস্থ্য পরীক্ষার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ কলকাতা ট্রাফিক পুলিশের (Kolkata Traffic Police) ফেসবুক পেজ থেকে পোস্ট করে জানানো হয়েছে এমনটাই।


 



 


বিজ্ঞপ্তিতে জানানো হয় যে সাধারণ মানুষের সুবিধার্থে, তাঁদের সুরক্ষার কথা ভেবে বিদ্যাসাগর সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হবে ওই দিন। সমস্তরকমের পণ্যবাহী গাড়ির যাতায়াত, দুই তরফ থেকেই বন্ধ থাকবে আগামী ১৩ ফেব্রুয়ারি। সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্রিজের ওপর দিয়ে সম্পূর্ণ যান চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।


আরও পড়ুন: Agitation for Rule Break : হেলমেট ছাড়া চড়তে দিতে হবে বাইক, করা যাবে না জরিমানা, দাবি তুলে রাস্তা অবরোধ!


গত নভেম্বর মাসেও কলকাতার গুরুত্বপূর্ণ উড়ালপুলগুলির (Kolkata Flyovers) ভারবহনক্ষমতা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। এইচআরবিসি-র সঙ্গে কলকাতা পুলিশের (Kolkata Police) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পর্যায়ক্রমে ভারবহনক্ষমতা পরীক্ষা করার কথা ঘোষণা করা হয় শহরের ৫ টি গুরুত্বপূর্ণ উড়ালপুলের। জানা যায়, আড়াই দিন ধরে পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিটি উড়ালপুলের। সেই কারণে পর্যায়ক্রমে উড়ালপুলগুলি বন্ধ রাখাও হয়। 


আরও পড়ুন: SSC Candidates Agitation : দ্রুত নিয়োগের দাবিতে এসএসসি-র চাকরিপ্রার্থীদের বিক্ষোভ কলকাতা হাইকোর্টের সামনে, আটক বেশ কয়েকজন


নভেম্বরের শেষে পরীক্ষা হয় পার্কস্ট্রিট উড়ালপুলের। অতিরিক্ত ব্যস্ত হওয়ার কারণে এজেসি বোস উড়ালপুলের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। উল্লেখ্য, মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর শহরের বিভিন্ন উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে। এর আগে শিয়ালদহ ও জীবনানন্দ সেতুর স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছিল।