সৌভিক মজুমদার, কলকাতা : কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সামনে এসএসসি-র চাকরিপ্রার্থীদের (SSC Job Aspirants) বিক্ষোভ।  দ্রুত নিয়োগের (Appointment) দাবিতে এসএসসি-র চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখান। যেখান থেকে বেশ কয়েকজনকে আটক (Detained) করল পুলিশ (Police)। চাকরিপ্রার্থীদের পুলিশ আটক করতে গেলে তাঁদের সঙ্গে বেশ কিছুটা ধস্তাধস্তিও বেঁধে যায়। পুলিশের গাড়িতে ওঠার মুখে কয়েকজনকে বলতে শোনা যায়, 'আমরা কী অপরাধ করেছি বলুন, যে এভাবে তুলে নিয়ে যাচ্ছেন।'


চাকরিপ্রার্থীদের অভিযোগ, করোনাকালের দোহাই দেখিয়ে কাউন্সেলিং প্রক্রিয়ায় অযথা দেরি করা হচ্ছে। পাশাপাশি দ্রুত কাউন্সেলিং ও নিয়োগ প্রক্রিয়া করার বিষয়েও দাবি জানান বিক্ষোভরত চাকরিপ্রার্থীরা। সপ্তাহ দুয়েক আগেই প্রেস ক্লাবের সামনে এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার বাঁধে। অবস্থান তুলে দিতে চেষ্টা করায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। পরে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। 


কিছুদিন আগেই সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের (SSC) চেয়ারম্যান শুভশঙ্কর সরকারকে পদ থেকে অপসারণের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta HighCourt)৷  সোমবারই এসএসসি (SSC) চেয়ারম্যানকে অপসারণের সুপারিশ হাইকোর্টের (Kolkata Hoghcourt)। শিক্ষা দফতরকে চেয়ারম্যান অপসারণের বিষয় খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়। এদিন চেয়ারম্যানের (SSC Chairman) যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে কার্যত ক্ষুব্ধ সিঙ্গল বেঞ্চ। জানানো হয়েছে ভুলের মাশুল হিসেবে অপসারণের সুপারিশ করেছে হাইকোর্ট। এসএলএসটি নবম-দশম শ্রেণির নিয়োগে ভুলের দায়েই এই নির্দেশ।


শুধু অপসারণই নয় পাশাপাশি শুভশঙ্কর সরকারকে ২০ হাজার টাকা জরিমানারও নির্দেশ দেয় হাইকোর্টের (Kolkata Highcourt) সিঙ্গল বেঞ্চ। এসএমএসে কীভাবে ৩দিন আগে কাউন্সেলিংয়ের বার্তা? কেন মেল বা স্পিড পোস্টে পাঠানো হয়নি নিয়োগের সুপারিশপত্র?’ জানতে চায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ।


আরও পড়ুন- এসএসসি গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগে ৫৭৩ জনকে বরখাস্তের নির্দেশ হাইকোর্টের- আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে এ ব্যাপারে রিপোর্ট পেশের নির্দেশ দেওযা হয়েছে।  অবসরপ্রাপ্ত বিচারপতি আর কে বাগের কমিটিকে এই নির্দেশ দেওয়া হয়েছে।