শুভেন্দু ভট্টাচার্য, তুফানগঞ্জ: আলু নিয়ে বেশ কয়েকদিন টালবাহানার পর বৃহস্পতিবারই উঠেছে ব্যবসায়ীদের ধর্মঘট। তার মাঝেই ভিলেজ পুলিশের (Village police) মদতে নদীপথে আলু পাচারের (Potato smuggling) অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কোচবিহারের (Coochbehar) তুফানগঞ্জ (Tufanganj) ২ নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। 


আরও পড়ুন: Sevoke-Rangpo Railway Project Death: সেবক-রংপো রেল প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে মেশিন চাপা পড়ে মৃত শ্রমিক


স্থানীয় সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ থেকে আলু রফতানি বন্ধ করার নির্দেশ দেওয়ার পরেও কোচবিহারের তুফানগঞ্জ তা বন্ধ হয়নি বলে অভিযোগ উঠছিল। সীমান্ত এলাকা দিয়ে অসমে আলু পাচার করা হচ্ছিল বলে দাবি। বক্সিরহাটের অসম গেটে পুলিশ আলুর গাড়ি প্রতিবেশী রাজ্যে যাওয়া আটকানো হচ্ছে। কিন্তু, রাতের অন্ধকারে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় গাড়ি থেকে বস্তা বস্তা আলু নামিয়ে ভিলেজ পুলিশের মদতে সংকোশ নদী দিয়ে পাচার করা হচ্ছে বলে অভিযোগ করছিলেন স্থানীয় বাসিন্দারা।


বুধবার রাতে ফলিমারি পঞ্চায়েত এলাকায় সংকোশ নদী দিয়ে আলু পাচারের সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিলেজ পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ জানিয়ে সরব হন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে উভয়পক্ষের তর্কবিতর্কের মাঝেই পরিস্থিতি খারাপ বুঝে ঘটনাস্থলে আলুর বস্তা ফেলে চম্পট দেয় পাচারকারীরা। পরে খবর পেয়ে বক্সিরহাট থানার জোড়াই ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭৯টি আলুর প্যাকেট বাজেয়াপ্ত করে। এই ঘটনার অভিযোগ পেয়ে জেলা প্রশাসনের তরফে চোরাচালান রোখার পাশাপাশি অভিযোগের সত্যতা বিচার করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। 


আরও পড়ুন: Bus Accident News: চলন্ত সরকারি বাসের চাকা খুলে পুকুরে, চালকের বুদ্ধিতে প্রাণরক্ষা যাত্রীদের


প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার আলু ব্যবসায়ীরা ধর্মঘট তুলে নিলেও বাজারে তার খুব একটা প্রভাব পড়েনি বলে দাবি ক্রেতাদের। কোথাও কোথাও জ্যোতি আলু ৪০ টাকা পর্যন্ত আর চন্দ্রমুখী আলু ৪৫ টাকায় পর্যন্ত বিক্রি করা হচ্ছে। তবে শুক্রবার থেকে দাম কিছুটা কমতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Bankura Anganwadi Agitation: খাবারের বরাদ্দ বাড়ানোর দাবিতে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের, উত্তেজনা বাঁকুড়ায়