কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন বিনীত গোয়েল (Vinit Goyal)। সৌমেন মিত্রের (Soumen Mitra) জায়গায় আসছেন ১৯৯৪ ব্যাচের আইপিএস অফিসার বিনীত। অবসর নিচ্ছেন সৌমেন।


এই মুহূর্তে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force/STF) এবং দুর্নীতি দমন শাখার দায়িত্বে রয়েছেন বিনীত।৩১ ডিসেম্বর রাজ্য পুলিশের কমিশনার পদ থেকে অবসর নেমেন সৌমেন। তার পরই দায়িত্ব গ্রহণ করবেন বিনীত।


তবে অবসর নিলেও, এখনই সৌমেনকে ছাড়ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অবসরের পর তাঁকে অফিসার অন স্পেশ্যাল ডিউটি (OSD) নিয়োগ করা হচ্ছে। কলকাতার কমিশনার হিসেবে দায়িত্বসহকারে কর্তব্য পালনের জন্যই তাঁকে অফিসার অন স্পেশ্যাল ডিউটি হিসেবে রেখে দেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর।


আরও পড়ুন: Municipal Election: 'যখন করোনা ছিল না, তখন হাওড়ার নির্বাচন হয়নি কেন?' আক্রমণ শমীক ভট্টাচার্যের


তবে কলকাতা পুলিশে যথেষ্ট সুনাম রয়েছে বিনীতেরও। চলতি বছরের জুন মাসে নিউটাউনে পাঞ্জাবের দুই গ্যাংস্টারকে ঘিরে যে শ্যুটআউট হয়েছিল, তাতে নেতৃত্ব দিয়েছিলেন বিনীত।  এর আগে মুখ্যমন্ত্রী মমতার নিরাপত্তা বিভাগেরও প্রধান ছিলেন তিনি। সেখান থেকে এসটিএফ-এ সরিয়ে আনা হয় তাঁকে। তার পরই একেবারে কলকাতা পুলিশের নেতৃত্বে।


এ ছাড়াও, মুখ্যমন্ত্রীর অন্যতম স্নেহভাজন হিসেবেও পরিচিত বিনীত। ২০১৯ সালে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারকে নিয়ে টানাপোড়েনের সময় কেন্দ্রের বিরুদ্ধে মমতা যখন মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন, সেই সময় ধর্নাস্থলে মমতার সঙ্গে ছিলেন বিনীতও।


তার জন্য বিনীত-সহ তৎকালীন ডিজিপি বীরেন্দ্র, আইন-শৃঙ্খলা বিষয়ক এডিজি অনুজ শর্মা, বিধাননগর পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিংহ এবং কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।


কেন্দ্র যুক্তি দেয়, সার্ভিস কন্ডাক্ট রুল অনুযায়ী, অভিযুক্ত অফিসাররা শৃঙ্খলাভঙ্গ করেছেন। কড়া পদক্ষেপের পাশাপাশি তাঁদের পদোন্নতি আটকানো এবং পদক ফেরানোর নির্দেশও দেওয়া হয়।