নয়াদিল্লি : মৃল্যবৃদ্ধি নিয়ে নাজেহাল দেশের মানুষ। ছ্যাঁকা লাগছে ফল-সবজির বাদার করতে গিয়েও। হঠাৎ করেই আলু পটল থেকে আম কাঁঠাল, সব কিছুরই দাম আকাশ ছোঁয়া। আর একবার দাম বাড়লে কমছে না কিছুতেই। কিন্তু এ দাম কোনও দামই নয়। একটা ভিডিও ইন্টারনেটে ঝড় তুলেছে। যেখানে দেখা যাচ্ছে ৬ টা আম বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকায়। হ্যাঁ ঠিকই পড়েছেন আড়াই হাজার টাকায়। 


এক ব্লগার দেখিয়েছেন একটি ডিপার্টমেন্টাল স্টোরে কী কী দামে বিক্রি হচ্ছে আম থেক ঢ্যাঁড়স, আদা থেকে রসুন। দাম দেখে ভিরমি খাবেন যে কেউ। একটু মুদির দোকানে করা হয়েছে ভিডিওটি।  ভিডিওটি করেছেন ছভি আগরওয়াল নামে। এক মহিলা। তিনি দিল্লির বাসিন্দা। তিনি যে ভিডিওটি করেছেন, সেখানে দেখা যাচ্ছে ওই দোকানে  একটি চিপসের প্যাকেট , যার দাম ভারতে ২০ টাকা, সেটাই সেখানে দাম  ৯৫ টাকায়। একইভাবে, ওই দোকানে  ম্যাগির একটি প্যাকেট ৩০০ টাকায় বিক্রি হচ্ছিল।  ভিডিওতে, মিসেস আগরওয়াল দেখান,  ওই দোকানে পনির বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। আর গরমের মরসুমে ভারতীয়দের প্রিয় আমও বিক্রি হচ্ছে চড়া দামে। আলফোনসো আমের দাম ছয়টির প্যাকের দাম ২৪০০ টাকা।  ঢ্যাঁড়শের দাম আপনার কাছাকাছির বাজারেও বেড়েছে যদিও।  তবু এমন ? সেখানে ঢ্যাঁড়শ কিনতে খরচ করতে হবে কেজি প্রতি সাড়ে  ৬০০ টাকা। করোলা খেতে চাইলে ১ কিলোর জন্য হাজার টাকা খরচ করে ফেলতে হবে। 


এই দোকানটা কোথায় ? না স্বস্তির বিষয় একটাই। এই দোকানটা ভারতে নয়। লন্ডনে। লন্ডনের একটি ডিপার্টমেন্টাল স্টোরে ভারতীয়দের পছন্দের মুদিখানার জিনিসপত্র যে কাউন্টারে রয়েছে, সেখান থেকেই এই ভিডিও করেছেন ওই মহিলা। তাতেই দেখা গিয়েছে, এমন লাগামছাড়া দামে পাওয়া যাচ্ছে ভারতীয়দের পছন্দের সবজি। আদতে দিল্লির বাসিন্দা ছবি দেখিয়েছেন দেশের জিনিসপত্র বিদেশের মাটিতে পেতে কেমন খরচ পড়বে। 


 






 


আরও পড়ুন: Sonakshi-Zaheer Wedding: শুধু সোনাক্ষী-জাহির নয়, আইনি বিয়ে সারেন বলিউডের এই তারকারাও...


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।