অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আর কয়েকদিন পরই শুরু হয়ে যাবে গঙ্গাসাগর মেলা, শিয়ালদা ডিভিশনে বাড়বে যাত্রীর চাপ। আর এই ভিড়ের চাপের কথা মাথায় রেখেই আগেভাগে ব্যবস্থা নিচ্ছে রেল। গঙ্গাসাগর মেলামুখী যাত্রীদের জন্য বিশেষ ট্রেন পরিষেবা। ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখায় ডাউন লাইনে ৫৬টি এবং আপ লাইনে ৭০টি ট্রেন চালানো হবে। পাশাপাশি গঙ্গাসাগরগামী ট্রেনের জন্য নির্দিষ্ট করে দেওয়া হল শিয়ালদা দক্ষিণ শাখার ১৫ এবং ১৬ নম্বর প্ল্যাটফর্ম।
১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত ডাউন লাইনে ৫৬টি, এবং আপ লাইনে ৭০টি ট্রেন চালানো হবে। অন্যদিকে, এবার শিয়ালদা দক্ষিণ শাখার যে কোনও প্লাটফর্ম থেকে গঙ্গাসাগরগামী ট্রেনে উঠতে পারবেন না যাত্রীরা। তাঁদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হল শিয়ালদা দক্ষিণ শাখার ১৫ এবং ১৬ নম্বর প্ল্যাটফর্ম।
এমনকী, তীর্থযাত্রীদের প্ল্যাটফর্মে ঢোকা ও বেরনোর জন্য ব্যবস্থা করা হয়েছে আলাদা এন্ট্রি ও এক্সিট পয়েন্টের। ১৫ নম্বর প্ল্যাটফর্মের গায়ে তৈরি করা হচ্ছে স্পেশাল এন্ট্রি পয়েন্ট। অন্যদিকে, এই প্ল্যাটফর্মেরই বাইরের অংশে তৈরি করা হচ্ছে আলাদা অস্থায়ী টিকিটিং জোন।
গত বছর গঙ্গাসাগর মেলায় মোট ৬ দিন বাড়তি ট্রেন চালানো হয়েছিল। কিন্তু এবছর পূণ্যার্থীদের কথা ভেবে এবছর ৭ দিনই চলবে অতিরিক্ত বিশেষ ট্রেন।
শিয়ালদহ মেট্রো স্টেশন লাগোয়া ফাঁকা এলাকা দিয়ে ঢুকতে পারবেন গঙ্গাসাগরমুখী যাত্রীরা। আর ওদিক থেকে শিয়ালদহে নামার পর দক্ষিণের গেট দিয়ে বেরতে পারবেন। টিকিটের জন্য দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে UTS পদ্ধতি টিকিট কাটার কথা জানিয়েছে রেল। মেলার রুটে ৩৪০ জন আরপিএফ ও ৫৪ জন অফিসার থাকবেন নজরদারির জন্য। হাই-রেজোলিউশন সিসিটিভি ক্যামেরায় ২৪ ঘণ্টা নজর রাখার কাজ চলবে। শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা শুক্রবার এলাকা পরিদর্শন করেছেন।
গঙ্গাসাগর থেকে ফেরত আসা ট্রেনগুলির যাত্রীদের বেরনোর জন্য আলাদা করে করিডর করা হচ্ছে রেলের তরফে। ব্যারিকেড করে ঘিরে দেওয়া হচ্ছে নির্দিষ্ট এলাকা। গতবছর কুম্ভমেলায় আসার পথে দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই থেকে শিক্ষা নিয়ে এবার গঙ্গাসাগর উপলক্ষে বাড়তি সতর্ক কর্তৃপক্ষ।