পঞ্জাব: আইপিএলে (ipl) আসন্ন মরসুমে কি পঞ্জাব ছাড়তে চলেছেন কে এল রাহুল (k l rahul)? এখনও সরকারিভাবে কোনও কিছু জানানো না হলেও, অন্তত সম্ভাবনা তেমনই। বিভিন্ন সূত্র মারফৎ জানা যাচ্ছে যে রাহুল নাকি পঞ্জাব কিংস নয়, আগামী আইপিএলে নতুন একটি ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পেতে পারেন। এই মুহূর্তে পঞ্জাব কিংসের (punjab kings) অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন রাহুল। 


তবে জল্পনা বাড়ছে যে আসন্ন মরসুমে রাহুল আর পঞ্জাবের অংশ থাকবেন না। আগামী মরসুমের আগে মেগা নিলাম রয়েছে। শোনা যাচ্ছে যে লখনউয়ের যে নতুন ফ্র্যাঞ্চাইজি আইপিএলে খেলতে চলেছে, সেই দলের সঙ্গে যুক্ত হবেন রাহুল। উল্লেখ্য, ২০১৮ সালে কেএল রাহুলকে পাঞ্জাব কিংস ১১ কোটি টাকায় কিনেছিল।


আগামী মরসুমেই যোগ দিচ্ছে দুই নতুন ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ আইপিএল ২০২২-এ খেলবে ১০টি দল। মোট ৭৪টি ম্যাচ খেলা হবে। যার মধ্যে প্রত্যেকটি দল ৭টি করে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলবে। ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হচ্ছে। অর্থাৎ প্রত্যেক গ্রুপে থাকবে ৫টি করে দল।




৮ থেকে বেড়ে ১০ দলের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) হতে চলেছে। আমদাবাদ ও লখনউ থেকে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি খেলবে পরের আইপিএল থেকে। সিভিসি গ্রুপের দখলে আমদাবাদ ও সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপের দখলে গিয়েছে লখনউ ফ্র্যাঞ্চাইজি। আর একাধিক কাটাছেঁড়ার পর যে নতুন ফ্র্যাঞ্চাইজিকে সংযোজিত করেছে বিসিসিআই।



তাহলে কী করে ৭টি করে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ? কারণ, গ্রুপের প্রত্যেকটি দল একে অপরের সঙ্গে দুবার করে খেলবে। সেই অঙ্কে প্রত্যেকটি দল হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে ৪টি করে মোট ৮টি ম্যাচ খেলবে। পাশাপাশি গ্রুপ এ-র একটি দল গ্রুপ বি-র চারটি দলের সঙ্গে একবার করে খেলবে। গ্রুপ বি-র একটি দলের সঙ্গে তাদের দুবার ম্যাচ খেলতে হবে।