বাচ্চু দাস, দার্জিলিং : লকডাউনে (Lockdown) দীর্ঘদিন ধরে ঘরবন্দি। পর্যটনকেন্দ্রগুলোও বন্ধ থাকায় একঘেয়ে হয়ে উঠেছে জীবন। তবে, ধীরে ধীরে চালু হচ্ছে পর্যটনকেন্দ্রগুলো। বারবার লকডাউন হওয়ায় ক্ষতিগ্রস্থ হয়েছে পর্যটন শিল্পও। বহু মানুষই পুজোর সময়ে কোথাও বেড়াতে যেতে পছন্দ করেন। তাই পুজোর আগে পর্যটন শিল্পকে আবার ভালো জায়গায় নিয়ে যেতে একাধিক উদ্যোগ নিয়েছে রেল। তার মধ্যে পর্যটকদের ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করাতে চালু হয়েছে ভিস্টাডোম পরিষেবা। এর পাশাপাশি অন্যান্য জায়গায় পর্যটকদের পাহাড়ের মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করাতে পুনরায় চালু হয়েছে টয় ট্রেনও (Toy Train)। তবে, টয় ট্রেনের যাত্রী সংখ্যা কম থাকলেও ১০০ শতাংশ পর্যটক নিয়ে ভ্রমণ করছে ভিস্টাডোম (Vistadome)। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামি অক্টোবর মাস পর্যন্ত সম্পূর্ণ বুকিং রয়েছে ভিস্টাডোমের টিকিট। তাই পর্যটকরা বাধ্য হয়ে ভিস্টাডোমে ভ্রমণের পরিবর্তে অন্যত্র ভ্রমণের ঠিকানা খুঁজে নিচ্ছেন।  


ভিস্টাডোমের এক যাত্রী বলছেন, 'বাচ্চাকে টয় ট্রেন দেখানোর ছিল। লকডাউনে অনেকদিন কোথাও যাওয়া হয়নি। প্রায় এক বছর পর কোথাও যাচ্ছি। আশা করছি সফরটা খুব ভালো কাটবে। এসে তো ছিলাম দশদিনের জন্য। কিন্তু, এত ভালো লাগল যে আরও কিছুদিন থেকে গেলাম। আর থেকেই যখন গেলাম, তখন ভাবলাম এভাবেই ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য দেখে নিই। টয় ট্রেনেও চাপা হয়ে গেল, তারসঙ্গে এরকম কাঁচে ঢাকা ট্রেনে জার্নিটা দুর্দান্ত হবে বলেই আশা করছি।।' অন্য আর এক যাত্রী বলছেন, 'আমি পাহাড়ে প্রথমবার ঘুরতে এসেছি। তাই দেখি কতটা এনজয় করতে পারি।'


রাজ্যের বাসিন্দা হিসেবে ভিস্টাডোমের সফর করতে পেরে দারুণ খুশি এক যাত্রী। বলছেন, 'পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কাছে এটা একটা বিশাল প্রাপ্তি। শারদীয়ার আগে এরকম একটা ট্রেন বা ভিস্টাডোম কোচ খুবই ভালো উদ্যোগ। বিশেষ করে নিউ জয়পাইগুড়ি থেকে আলিপুরদুয়ারের রুটটা খুবই ভালো। এই রুটের প্রাকৃতিক শোভা এতটাই সুন্দর যে, নদী, পাহাড়, তার মধ্যে ঘন জঙ্গলে ভরা রুট। এর মধ্যে দিয়ে যখন ট্রেন যায় অবশ্যই দারুণ লাগে। তার উপর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যদি আবার কাঁচের ট্রেনের মধ্যে দিয়ে দেখতে পারি, তাহলে জার্নিটা আরও বেশি মনোগ্রাহী হয়ে ওঠে।'


জানা যাচ্ছে, ভিস্টাডোমের জার্নি মানুষের এতটাই পছন্দ হয়েছে যে, আগামি অক্টোবর মাস পর্যন্ত সমস্ত টিকিট বুকিং রয়েছে। সেদিক থেকে টয় ট্রেনের চাহিদাটা এখন একটু কম রয়েছে। সব মিলিয়ে জমজমাট ভিস্টাডোম পরিষেবা।