ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) হস্টেল কাণ্ডের রেশের মধ্যেই এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva Bharati University ) সামনে এল ব়্যাগিংয়ের (Ragging) অভিযোগ। গত সোমবার ফরাসি ভাষা বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে ব়্য়াগিং করার অভিযোগ সামনে এসেছে। এই ক্ষেত্রে কড়া অবস্থান নিতে দেখা গিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। 


দ্বিতীয় বর্ষের ওই ছাত্রকে র‍্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত তিন ছাত্রকে হস্টেল থেকে সেদিন রাতেই বহিষ্কার করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। পরে অভিযুক্ত তিন ছাত্র এবং অভিযোগকারী ছাত্রের সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং অ্যান্টি র‍্যাগিং কমিটির (Anti Ragging Committee) সদস্যরা কথা বলেন। বুধবার রাতে ওই তিন ছাত্রকে দুটি সেমেস্টার অর্থাৎ এক বছরের জন্য সংশ্লিষ্ট বিভাগ থেকে সাসপেন্ড (Suspend) করা হয়েছে। পাশাপাশি শাস্তি নিয়ে কোনও বক্তব্য থাকলে তা বলার সুযোগও দেওয়া হয়েছে অভিযুক্ত ছাত্রদের। শাস্তির বিষয়ে তাঁদের কিছু বক্তব্য থাকলে ১০ দিনের মধ্যে লিখিত আকারে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। এদিকে ওই তিন ছাত্রের অভিভাবকদেরও ডাকা হয়েছিল। তাঁদের হাতে ওই তিন ছাত্রকে তুলে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  


সূত্রের খবর বিদেশি ভাষা বিভাগের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রকে পূর্বপল্লি বয়েজ হস্টেলে র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে তাঁরই তিন সহপাঠীর বিরুদ্ধে। ওই ছাত্র সরাসরি বিশ্ববিদ্যালয় কমিশনে (ইউজিসি) মেল করে অভিযোগ করেন। ইউজিসি (UGC) থেকে অভিযোগ পাওয়ার পরেই বিশ্বভারতী কর্তৃপক্ষ পদক্ষেপ করে। এই বিষয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় বলেন, 'দুটি সেমেস্টার বা  এক বছরের জন্য তিন অভিযুক্ত ছাত্রকে তাঁদের বিভাগ থেকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে।'


হস্টেলে ফের মৃত্যুর ঘটনা:
ফের হস্টেলে পড়ুয়ার রহস্যমৃত্যু! এবার এসএসকেএমে লেডিজ হস্টেলের শৌচাগারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল দ্বিতীয় বর্ষের ছাত্রীর দেহ। আত্মহত্যা বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। ছাত্রীর মোবাইল ফোন খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আবাসিকদেরও।
বৃহস্পতিবার, SSKM-এর লেডিজ হস্টেলের শৌচাগারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দ্বিতীয় বর্ষের ছাত্রী সুতপা কর্মকারের দেহ। মৃত ছাত্রী উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা। প্রেমঘটিত কোনও কারণে আত্মঘাতী হয়ে থাকতে পারেন পড়ুয়া। সূত্রের খোঁজে তাঁর মোবাইল ফোনের কললিস্ট ও মেসেজ খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হস্টেলের অন্যান্য আবাসিকদেরও।


আরও পড়ুন: জন্ম চন্দ্রবিজয়ের দিনেই, নবজাতকের নামকরণেও আকর্ষণ 'চন্দ্রযান'-এ